অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আপাতত শুষ্ক আবহাওয়া বঙ্গে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। গুজরাট থেকে উত্তর রাজস্থান পর্যন্ত রয়েছে অক্ষরেখা। আরো একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূলে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার ২২ জানুয়ারি। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ২৪ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। তাপমাত্রা সামান্য কমায় শীতের আমেজ একটু বাড়ল। তবে সকাল সন্ধে থাকলেও শীতের আমেজ উধাও দিনে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪-৫ দিন একই রকম থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে ফের বৃষ্টি ও তুষারপাত। ২৪ জানুয়ারি শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙের পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কাল থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমবে। আগামী ৪-৫ দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির সম্ভাবনাও দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে। তার প্রভাবে বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া।
কলকাতার আবহাওয়া: ১৪ ডিগ্রির ঘরে কলকাতায় পারদ। সকালে খুব হালকা কুয়াশা থাকবে। পাঁচ দিন প্রায় একইরকম তাপমাত্রা বজায়। সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। সকাল-সন্ধেয় শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। আগামী ৫ দিনে বৃষ্টির ও কোনও সম্ভাবনা নেই, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৮৯ শতাংশ।
আরও পড়ুন: North Dinajpur News: জিরো টলারেন্স নীতিতে জোর, পুলিশের কড়া অবস্থান বোঝালেন ADG আইনশৃঙ্খলা