কলকাতা: বড়সড় দুর্ঘটনা এড়াতে এবার লোহার বিম দিয়ে সাপোর্ট দেওয়া হল বাঘাযতীনের হেলে পড়া বহুতলকে। পুরসভা সূত্রে খবর, বাড়িটি পুরোপুরি ভাঙতে আরও কিছুদিন সময় লাগবে। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। করেন প্রতিবাদ সভা। নেতাজিনগর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস।


লোহার বিম দিয়ে সাপোর্ট: এখনও বিপজ্জনক অবস্থায় হেলে রয়েছে বহুতলটি। এদিনও চলেছে বাড়ি ভাঙার কাজ। বাঘাযতীনের সুভাষ পার্কে মঙ্গলবার চারতলা এই বহুতল পাশের একতলা বাড়ির ওপর হেলে পড়ে। শুক্রবার লোহর রড ঝালাই করে টান দেওয়া হয় বাড়িটিকে। এদিন সাপোর্ট দেওয়া হয় লোহার বিম দিয়ে। পুরসভা সূত্রে খবর, বাড়িটি পুরোপুরি ভাঙতে আরও কিছুদিন সময় লাগবে। এদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "ওদের ঘরটা তো ভেঙে গেছে। সেই ভাঙা ঘর ঠিক করতে না পেরে, ও এখন ৯৯ নম্বর ওয়ার্ডে এসে মানুষকে কী জোড়া লাগাবে? এখানে তৃণমূল শক্তিশালী। এখানে ঘরে ঘরে গঙ্গাজল ছেটালেও আজকে এখানে একটা বিজেপি পাবে না। একটা বিজেপি কর্মীকে এসে প্রতিবাদ করতে দেখেছেন?''

ঘটনার প্রতিবাদে গতকাল বাঘাযতীন হাসপাতাল মোড় থেকে থিম পার্ক পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা। পরে, ৯৯ ওয়ার্ডের থিম পার্কের পাশের রাস্তায় সভা করেন শুভেন্দু অধিকারী। সভার পর ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। টাকা তোলার অভিযোগ করেন ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের পিএ-এর বিরুদ্ধে। বিরোধী দলনেতা বলেন, "এই অভিযোগ আছে ওঁর PA শঙ্করবাবু টাকা নেন সই করাতে। কাউন্সিলর নেন কিনা আমি জানি না। আমার কাছে প্রমাণ নেই। শঙ্করবাবু যে নেন, একাধিক অভিযোগ আছে আমার কাছে।'' 

ঘটনার প্রতিবাদে গতকাল নেতাজিনগর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস।কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা কমিটি সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "কাউন্সিলররা এখন ছোটখাটো ফিয়েট গাড়ি চড়েন না। এখন স্করপিও, ফরচুনার গাড়ি চড়ে। কোথা থেকে চড়ে? কাউন্সিলরদের মাইনে কত? কাউন্সিলররা বেআইনি বাড়ি নির্মাণ না করলে কাউন্সিলরের রাতের ঘুম হবে না।''


রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু কবে মিলবে মাথা গোঁজার স্থায়ী ও নিরাপদ ঠিকানা? সেই প্রশ্নই উঁকি দিচ্ছে ভেঁঙে পড়া বহুতলের বাসিন্দাদের। কংগ্রেসের বক্তব্যের প্রেক্ষিতে মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা টোকেন প্রতিবাদ করতে হয়, না হলে ওদের (কংগ্রেস) অস্তিত্ব থাকবে না। এমনিই সারা বাংলা তো আছেই, ভারতেও (কংগ্রেস) হারিয়ে যাচ্ছে।''

আরও পড়ুন: Kolkata News: 'বাইকে করে এসে চোখে স্প্রে', খাস কলকাতায় কোটি টাকা 'ছিনতাই' ব্যবসায়ীর !