শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: প্রকাশ্য সভায়পের উত্তরবঙ্গ ভঙ্গের ডাক। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি সমর্থন করলেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, বঞ্চনা থেকে রেহাই পেতেই এই দাবিকে সমর্থন। বিজেপি-কে (BJP) পাল্টা আক্রমণ তৃণমূলের (TMC)।


নিশীথের উপস্থিতিতেই প্রকাশ্য সভায় উত্তরবঙ্গ ভঙ্গে সমর্থন নেতাদের


বর্তমান কোচবিহার (Cooch Behar News) জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। ২৮ অগাস্ট, ১৯৪৯ ভারতের সঙ্গে যুক্ত হয় কোচবিহার। সেই উপলক্ষে রবিবার কোচবিহার শহরে একটি জনসভা করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), বিজেপি বিধায়ক মালতিরাভা রায়, সুকুমার রায়।


সেখানেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিকে সমর্থন করেন বিজেপি বিধায়ক সুকুমার রায়। তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের আলাদা করার দাবিকে সমর্থন করি।’’ তিনি আরও বলেন, ‘‘উত্তরবঙ্গ  বঞ্চিত আমরা বলে আসছি আর সেই জন্য উত্তরবঙ্গের জন্যে যে দাবি  উঠছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করতে হবে, সেই দাবিকেও আমরা সমর্থন করি। উত্তরবঙ্গবের উন্নয়ন হয়নি।’’


আরও পড়ুন: Khidirpur Accident : একই রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় যুব তৃণমূল নেতার, খিদিরপুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা


একই সুর ধরা পড়ে মালতিরাভার গলায়। তিনি বলেন, ‘‘কিছু  নেতা এসে বলে যাচ্ছে উত্তরবঙ্গকে ভাগ করা যাবে না । আমি বলছি উত্তরবঙ্গের মানুষ ঠিক করবে আলাদা হবে কিনা ।গ্রেটার কোচবিহার আন্দোলনের পাশে রয়েছেন বিজেপি বিধায়করা।’’


নিশীথের উপস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজের মুখেও। তিনি বলেন, ‘‘কোচবিহার কেন্দ্র শাসিত অঞ্চল হচ্ছে।’’


২০২১-এর রাজ্য বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর-পরই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবিতে সরব হন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। এর পর থেকেই একের পর একবিজেপি নেতা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সরব হন।


বার বার উত্তরবঙ্গ বিভাজনের দাবিতে সমর্থন বিজেপি-র


সেই নিয়ে এ দিন বিজেপি-কে নিশানা করেন কোচবিহারের তৃণমূল সভাপতি অভিজিৎ দে। তাঁর কথায়, ‘‘মোর্চাকে ব্যবহার করে দার্জিলিং এ এক জিনিস করেছিল। এ বার অনন্তকে ব্যবহার এক জিনিস করছে বিজেপি। ওসব কোনও হবে না। বাংলা বিভাজন হবে না।’’ পৃথক গোর্খাল্যান্ড-সহ আলাদা রাজ্যের দাবিতে বার বার তেতে উঠেছে উত্তরবঙ্গ। সেই বিতর্কে অন্য মাত্রা যোগ করলেন বিজেপি নেতারা।