সৌমিত্র রায়, কলকাতা: পার্ক সার্কাস স্টেশনে রেল অবরোধের জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়লেন যাত্রীরা। আরপিএফ (RPF) সূত্রে খবর, ঝুঁকি নিয়ে দু'টি লাইনের মাঝখান দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত হন এক মহিলা। তবে তাঁর দুই সন্তান রক্ষা পেয়েছে। এরই জেরে স্থানীয় বাসিন্দারা এক ঘণ্টার বেশি সময় রেল অবরোধ করে রাখেন (Rail Strike)। দাঁড়িয়ে যায় অনেক ট্রেন। পরে আরপিএফ গিয়ে অবরোধ তোলে (Kolkata News)।

  


দুর্ঘটনার পর স্টেশন চত্বরে বিক্ষোভ স্থানীয়দের


রবিবার দুপুরে দুর্ঘটনাকে ঘিরে ধুন্ধুমার বেধে যায় পার্ক সার্কাস স্টেশন চত্বরে। ঝুঁকি নিয়ে যাতায়াত করার সময় দুর্ঘটনার জেরে রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের। এর জেরে পরপর দাঁড়িয়ে পড়ে কয়েকটি ট্রেন। চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।  এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। কাজের দিনে অবরোধের জেরে যাত্রীরা ভোগান্তির শিকার হন।  


আরও পড়ুন: Chiranjit Chakraborty: 'সবাই রাজা হতে চাইছেন, কিন্তু নীতি মানছেন না', এ বার মুখ খুললেন চিরঞ্জিতও


স্থানীয় সূত্রে খবর, পার্ক সার্কাস স্টেশনের কাছে ঝুঁকি নিয়ে যাতায়াতের রাস্তা মাসখানেক আগে রেল পাঁচিল তুলে বন্ধ করে দেয়। তার পর থেকে যাত্রীদের কেউ কেউ আড ও ডাউন লাইনের মাঝের অংশ দিয়ে হেঁটে রেলগেটের দিকে যান। কিন্তু সেই জায়গা খুবই অপ্রশস্ত।


রবিবার সেভাবেই যাওয়ার সময় এক মহিলা বজবজ - শিয়ালদা লোকাল ট্রেনের ধাক্কায় আহত হন। তাঁর সঙ্গে ছিল দুই সন্তানও। আহত মহিলাকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে তাঁর দুই সন্তানের আঘাত লাগেনি। 


রেল অবরোধের জেরে দুর্ভোগ যাত্রীদের


এরই প্রতিবাদে রবিবার দুপুর দেড়টা নাগাদ শুরু হয় রেল অবরোধ। আরপিএফ-এর দাবি, যাত্রীদের ঝুঁকির কথা ভেবেই পাঁচিল দেওয়া হয়েছে। এক আরপিএফ কর্মীও জানিয়েছেন, পাঁচিল না দিলে যাতায়াত ঝুঁকিপূর্ণ ছিল। এ দিন দুপুর ২টো ৪ মিনিট পর্যন্ত চলে অবরোধ। শেষপর্যন্ত আরপিএফের হস্তক্ষেপে অবরোধ ওঠে। 


ভাইরাল ভিডিও দেখে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনার তদন্ত


দুই যাত্রীর মধ্যে বচসার জের। চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা। হাড়হিম করা ভিডিও ভাইরাল। মহিলাদের সামনে গালিগালাজের প্রতিবাদ করায় ধাক্কা মারা হয়, অভিযোগ আক্রান্ত যাত্রীর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তারাপীঠ ও রামপুরহাট স্টেশনের মাঝে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। উদ্ধার আক্রান্ত যাত্রী। বছর পঁচিশের ওই যুবক রামপুরহাটের সন্ধিপুরের বাসিন্দা। গুরুতর জখম ওই ট্রেনযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে রেল পুলিশ।