আবির দত্ত, দক্ষিণেশ্বর : দক্ষিণেশ্বরে মহিলার 'শ্লীলতাহানি', গ্রেফতার অভিযুক্ত। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ২১ অক্টোবর: মহিলাকে প্রথমে শ্লীলতাহানি, প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ। সন্ধে সাড়ে ৭টা নাগাদ অফিস থেকে ফিরছিলেন, দাবি নির্যাতিতার। তাঁর অভিযোগ, 'ফেরার পথে ১ ব্যক্তি আমার ওপর হামলা চালায়। প্রতিবাদ করতে আমাকে মারধর করে। ওখানে অনেকে দাঁড়িয়েছিল কেউ প্রতিবাদ করেনি। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষেধ করেন স্থানীয়দের একাংশ। অভিযুক্ত প্রভাবশালী বলেও দাবি করেন স্থানীয়দের একাংশ'। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার, গ্রেফতার অভিযুক্ত। 

Continues below advertisement

ভর সন্ধেবেলা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্কাইওয়াকের সামনে দিয়ে আলমবাজারের দিকে যাচ্ছিলেন ওই মহিলা। রাস্তা পার হওয়ার সময় তাঁর সঙ্গে শ্লীলতাহানি হয় বলে অভিযোগ। সন্ধেবেলা যথেষ্ট জমজমাট থাকে ওই এলাকা। বাস, অটো, শাটল গাড়ি চলাচল করে সবসময়। ঘটনার দিন ছিল কালীপুজোর পরের দিন। ব্যস্ত রাস্তার মধ্যেই বেসরকারি সংস্থার কর্মী ওই মহিলাকে হেনস্থা করা হয়েছে। আতঙ্কে রয়েছেন তিনি। এমন ঘটনা ঘটতে পারে তা তাঁর কল্পনারও অতীত। মহিলার সঙ্গে শ্লীলতাহানি হওয়ার পর অভিযুক্তকে তার অভব্য আচরণের জন্য পাল্টা প্রশ্ন করেন আক্রান্ত মহিলা। প্রতিবাদ করেন গোটা ঘটনার। বদলে জোটে সপাটে চড়। তরুণীর দাবি, আশপাশে অনেক লোক থাকলেও সাহায্যের জন্য কেউই এগিয়ে আসেননি। সাহায্য চেয়েও পাননি তিনি। উল্টে শুনতে হয়েছে অভিযুক্ত ব্যক্তি কত প্রভাবশালী। 

এই ঘটনার পরই দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। যদিও তাঁকে এইসব পদক্ষেপ নিতে না করেছিলেন ঘটনাস্থলে থাকা কিছু মানুষ। তবে শেষ পর্যন্ত পুলিশ্বের দ্বারস্থ হন মহিলা। তাঁর অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। শুরু হয় অভিযুক্তকে শনাক্তকরণ প্রক্রিয়া। তারপর গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Continues below advertisement

কী বলছেন শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা 

নির্যাতিতার অভিযোগ, ২১ অক্টোবর অফিস থেকে ফেরার সময় সন্ধে সাড়ে সাতটা নাগাদ রাস্তার উল্টো দিক থেকে এসে এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারেন। গায়ে হাত দেন। প্রতিবাদ করায় উল্টে তাঁকেই মারধর খেতে হয়েছে। নির্যাতিতার আরও অভিযোগ, আশপাশ থেকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। সকলেই মজা দেখছিলেন। কেউ কেউ বলছিলেন অভিযুক্তের অনেক হাত রয়েছে। অভিযুক্ত ওই এলাকার 'তোলাবাজ', অটো, টোটোর থেকে টাকা তোলে বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা। নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা। এমন ঘটনা ঘটার পর আতঙ্কে রয়েছেন তিনি।