নারকেলডাঙা: পুলিশ লেখা মোটরবাইকের ধাক্কায় আহত মহিলা পথচারী। এমনই অভিযোগ উঠল নারকেলডাঙায়। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে রাজা দীনেন্দ্র স্ট্রিটে। আহত মহিলার দাবি, পুলিশ লেখা বাইকের চালক মত্ত অবস্থায় ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারেন। আহত মহিলাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারকেলডাঙা থানায় অভিযোগও দায়ের হয়েছে। বাইক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
রাজপথে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। হাওড়ার উলুবেড়িয়ায় লরির ধাক্কায় ডান হাত খোয়াতে হল অটো আরোহী মহিলাকে। অন্যদিকে, পুলিশ লেখা মোটরবাইকের ধাক্কায় নারকেলডাঙায় আহত হলেন আরেক মহিলা পথচারী। দুই দুর্ঘটনা ঘিরে ফের একবার শহরের যানশাসন নিয়ে উঠেছে প্রশ্ন।
যে হাত দিয়ে রান্না করে নার্সিংহোমের রোগীদের মুখে অন্ন জোগাতেন। মর্মান্তিক পথ দুর্ঘটনায় কাটা পড়ল সেই ডানহাত! মুহূর্তের অসাবধানতার শিকার হতে হল হাওড়ার শ্যামপুরের রাঁধুনি মহিলাকে। শনিবার, দিনের ব্যস্ত সময়ে উলুবেড়িয়ার নোনা এলাকায় ওড়িশা ট্রাঙ্ক রোডে বেপরোয়া লরির ধাক্কায় হাত খোয়াতে হল অটো আরোহী ওই মহিলাকে।
পরিবার সূত্রে খবর, আহত যাত্রী শ্যামপুরের বাসিন্দা রেবা মণ্ডল (৪৩) উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে রান্নার কাজ করেন। শনিবার রান্নার কাজে যাওয়ার সময় অসাবধানতাবশত তাঁর ডান হাত অটোর বাইরে ছিল। সেই সময়ে, অটোর গা ঘেঁষে একটি লরি এমন ধাক্কা দেয় যে, রাস্তার ওপর হাত কেটে পড়ে যায় মহিলার।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তার ওপর পড়ে থাকে মহিলার কাটা হাতটি। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে ।
কাপড়ে জড়িয়ে নিয়ে যাওয়া হয় কাটা হাতটিকেও। পলাতক লরি চালকের খোঁজ চালাচ্ছে উলুবেড়িয়া থানার পুলিশ। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মহিলার কাটা হাত জোড়া লাগানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। কিন্তু সেই চেষ্টা সফল হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
হাওড়ার এই মর্মান্তিক দুর্ঘটনার পাশাপাশি শুক্রবার রাতে নারকেলডাঙার আরও একটি দুর্ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে শহরের যান শাসন নিয়ে। অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ
রাজা দীনেন্দ্র স্ট্রিটে, পুলিশ লেখা একটি মোটরবাইকের ধাক্কায় আহত হন মহিলা পথচারী। আরতি সাউ (৩২) নামে ওই মহিলার দাবি, পুলিশ লেখা বাইকের চালক মত্ত অবস্থায় ছিলেন।
এনআরএস হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর,নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও অধরা বাইক চালক।