সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হলেন এক মহিলা। বুধবার পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডি ব্লকের টিকরটাঁড় গ্রামের ঘটনা। জানা যায়, ওই বজ্রপাতে আহত মহিলার নাম রমণী মুর্মু বয়স আনুমানিক ৪০, বাড়ি টিকরটাঁড় গ্রামেই। 


বজ্রপাতে আহত এক: এদিন ওই গ্রামের অদূরে ধান জমিতে চাষীদের সঙ্গে সেই মহিলাও চাষ করছিলেন। দুপুরে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলে বজ্রপাত শুরু হয়। দুপুর দুটো নাগাদ ওই মহিলার আহত হন বজ্রপাতে। পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।


দিনকয়েক আগে পুরুলিয়াতেই বজ্রপাতে মৃত্যু হয় দুজনের। মফঃস্বল থানার পলাশকলা গ্রামের বাসিন্দা, চব্বিশ বছরের অরূপ পুকুরে গিয়েছিলেন। সেই উপরই তাঁর উপর বজ্রপাত হয়। পলকের মধ্যে সংজ্ঞা হারান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘক্ষণ সেখানেই পড়েছিলেন অরূপ। পরে পরিবারের লোকজন যুবককে উদ্ধার করে  পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যান। ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, একই দিনে, সন্ধ্যা ৬টা নাগাদ  মফঃস্বল থানার ছররা গ্রামের বাসিন্দা তারক মাঝি চাষের জমিতে বৃষ্টির জল ধরে রাখার জন্য মাঠে গিয়েছিলেন। ঠিক সেই সময়ই বিপত্তি। অরূপের মতোই তাঁর উপর বজ্রপাতের ঘটনা ঘটার পর দীর্ঘ ঘণ্টাচারেক ওভাবে পড়েছিলেন তারক। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করেন। হাসপাতালেও নিয়ে আসা হয়েছিল তারককে। কিন্তু চিকিৎসার কোনও সময়ই ছিল না। হাসপাতালে আনার পর পরই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


আবহাওয়ার আপডেট: সক্রিয় মৌসুমী অক্ষরেখা (Weather update) । অন্যদিকে, দক্ষিণ বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা সরছে দক্ষিণ-পশ্চিম দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধ ও বৃহস্পতিবার বারবার বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে। দক্ষিণবঙ্গের আগেই উত্তরবঙ্গে কড়া নেড়েছিল বর্ষা (Rain) । সেই থেকে মোটামুটি নিয়মিত বৃষ্টি উত্তরের জেলাগুলিতে। সপ্তাহের শুরুতেও ভারী বৃষ্টিতে ভিজেছে রাজ্যের উত্তরের জেলাগুলি। বুধবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (IMD)  সূত্রে খবর,  উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে (West Bengal Weather Update) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে । ১৭ ই আগস্ট এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।তবে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি চলবে। 


আরও পড়ুন: West Midnapore: ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে বীরেন্দ্র শাসমল সেতু, কোন পথে যাতায়াত?