কলকাতা : উত্তাল রাজ্য। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। বুধবারই মধ্যরাতে রাস্তায় নামছে প্রমিলাবাহিনী। এরই মধ্যে রাজ্য আজ পালন করছে কন্যাশ্রী দিবস। ২০১৩ সালের মার্চ মাসে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মেয়েদের উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ প্রশংসা পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে। ২০১৩ সালের ১৪ অগস্ট প্রথম বার রাজ্য সরকারের তরফে কন্যাশ্রী দিবস পালিত হয়। এবারও তার অন্যথা হচ্ছে না। রাজ্য জুড়ে আরজি করের ঘটনা নিয়ে টাল-মাটাল পরিস্থিতির মধ্যেই কন্যাশ্রী দিবস পালন করছে রাজ্য । এই উপলক্ষ্যে বঙ্গের কন্যাদের বিশেষ বার্তাও দিয়েছেন মমতা।
বুধবার রাজ্যের মেয়েদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ' গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী। নিজের স্বপ্ন পূরণ করো, তোমাদের পাশে আছি।'
মুখ্যমন্ত্রী তাঁর কন্যাশ্রীদের 'আমার সরস্বতী কন্যাশ্রী, ভবিষ্যতের ভাগ্যশ্রী, আমার সরস্বতী' বলে সম্বোধন করেন। তিনি লেখেন, কন্যাশ্রীরা 'আঁধারেও আলো, সারা বিশ্বে বিশ্বশ্রী।' মুখ্যমন্ত্রী লেখেন, ' আজ কন্যাশ্রী দিবস। আমার প্রত্যেক কন্যাশ্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০১৩ সালে আমরাই এটা চালু করেছিলাম। UNESCO তে সেরার শিরোপা পেয়ে সেই কন্যাশ্রী আজ বিশ্বজয়ী। '
মুখ্যমন্ত্রীর এই বার্তা এমন সময় এল , যখন সারা বাংলায় একটা ঝড়ের সময়। কোনও দুর্বৃত্তের নৃশংস অত্যাচারে প্রাণ ঝরে গেছে এক চিকিৎসকের। সারা রাজ্য গর্জে উঠেছে। প্রতিবাদের ঢেউ পৌঁছেছে ভারতের নানা রাজ্যে। এই পরিস্থিতিতে কন্যাশ্রী দিবসে মেয়েদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি এদিন বিশেষ উদযাপনের ব্যবস্থাও করা হয়েছে। প্রতি বছর এই দিনে বাংলায় কন্যাশ্রী দিবস পালন করে থাকে সরকার। এই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃতীদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী রাজ্যের এই পরিস্থিতিতে উৎসবের মেজাজে কন্যাশ্রী দিবস পালনের সমালোচনা করেছেন । বলেছেন ' আজ আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। তা বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি ৩ হাজার জনের একটা উৎসব করছেন। সকালে মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন-বিরিয়ানি খাওয়ানো হবে আজ উৎসবে। রাজ্য সরকারের অর্থে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকেন-বিরিয়ানি। ভাবুন, কোন রাজ্যে আমরা বসবাস করছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।