Kunal Ghosh: 'কাঁহাতক দলকে ডিফেন্ড করবেন, কাজ কঠিন হয়ে যাচ্ছে', বিস্ফোরক কুণাল

TMC: যিনি এই কথা বলছেন, তিনি একদিকে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক! অন্য়দিকে, তৃণমূলের মুখপাত্র।

Continues below advertisement

কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়,কলকাতা: একের পর এক মামলায় আদালতে ধাক্কা খাচ্ছে তৃণমূল (Tmc) সরকার। পরপর সামনে আসা দুর্নীতির অভিযোগ এবং তাতে নেতাদের গ্রেফতারি নিয়ে, তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে মুখপাত্রদের অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন কুণাল ঘোষ। এবিপি আনন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে তিনি বলেন, মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কেন এই কথা বললেন তিনি?

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কাঁহাতক আপনি দলকে ডিফেন্ড করবেন! একটা ভুল, দু'টো ভুল, তিনটে ভুল থেকে যে কেউ কোনও শিক্ষা নিচ্ছে, সেও তো কিছু দেখতে পাচ্ছি না।'

যিনি এই কথা বলছেন, তিনি একদিকে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক! অন্য়দিকে, তৃণমূলের মুখপাত্র। সেই কুণাল ঘোষের মুখেই এবার কার্যত তৃণমূলের মুখপাত্রদের অস্বস্তির কথা। এবিপি আনন্দকে (ABP Ananda) দেওয়া সাক্ষাৎকারে তা নিয়ে বিস্ফোরক মন্তব্য়ও করলেন তিনি।

দীর্ঘদিন হাইকোর্টে (High Court) জোরাল ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার। একের পর এক শুনানিতে বিচারপতিদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এসব নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিতে, ময়দানে নামতে দেখা যায় কুণাল ঘোষকে। শুক্রবার এই তালিকায় যোগ হয়েছে আরেকটি মামলা। ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতা করতে গিয়ে, হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য় সরকার।

কিন্তু, এদিন অন্যরকম সুর শোনা গেল কুণাল ঘোষের গলায়। এই ইস্যুতে শীর্ষনেতৃত্বের একাংশকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'আমরা সামান্য় সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন, সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। এটা সব দলের মুখপাত্রদের কাজ। কিন্তু, একই ভুল যদি ১৪ বার হতে থাকে, সেটা তো দলের পক্ষে সুস্থতা নয়। তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোনও বিরোধী দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারাবার। কিন্তু, তৃণমূল, অতিরিক্ত আত্মবিশ্বাস একদিকে, আর অন্য়দিকে হচ্ছে, এই ধরনের কিছু ভুল স্ট্র্য়াটেজি সিদ্ধান্তে নন ইস্য়ুকে ইস্য়ু করতে দিচ্ছে।'

কিন্তু, লোকসভা ভোটের আগে কুণাল ঘোষের এই মন্তব্য় তৃণমূলের বাকি মুখপাত্রদের চরম অস্বস্তিতে ফেলল কি? উত্তর দেবে সময়।

আরও পড়ুন:  'শুভেন্দু অধিকারী...মমতাদির প্রোডাক্ট', এ কী বললেন কুণাল?

Continues below advertisement
Sponsored Links by Taboola