মুম্বই: এমন ঘটনা যে আগে ঘটেনি এমন নয়, অর্থকষ্টে এর আগেও বহুবার সন্তানকে বিক্রি করার ঘটনা সামনে এসেছে।  ফের আরও একবার প্রকাশ্যে এল এমনই এক মর্মান্তিক ঘটনা। এবার ঘটনাস্থল মুম্বই (Mumbai)। পুলিশ সূত্রে খবর মাদকদ্রব্য (Drugs) কেনার জন্য নিজের দুই সন্তানকে মাত্র কয়েক হাজার টাকায় বিক্রি করে দেয় এক দম্পতি।                                                    

শিশু বিক্রির অভিযোগে ইতিমধ্যেই অন্ধেরি (Andheri) থেকে ওই দম্পতিসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল মাকরানি নামে এক সহযোগী এবং ঊষা রাঠোর নামে এক মহিলা এজেন্টকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তিন সন্তান ছিল ওই দম্পতির। মাদকে কেনার টাকা জোগাড়ের জন্য দু বছরের এক ছেলে এবং একমাস বয়সী মেয়েকে বিক্রি করে দেন তাঁরা। যদিও ইতিমধ্যে শিশুকন্যাকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। তবে দু বছরের শিশুপুত্রটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। 

জানা গিয়েছে, ধৃত দম্পতি সাবির এবং সানিয়া বহুদিন ধরেই মাদক আসক্ত ছিলেন। বান্দ্রার ভারত নগরে সাবিরের বোন রুবিনার বাড়িতেই থাকত তাঁরা। তবে মাদকাসক্তির কারণে অশান্তি লেগেই থাকত বাড়িতে। এর পর বোন রুবিনার বাড়ি থেকে সন্তানদের নিয়ে বেরিয়ে আসে তারা। পরে সানিয়ার মায়ের বাড়িতে থাকতে শুরু করে। মায়ের মৃত্যুর পর ফের বোন রুবিনার বাড়িতে ফেরে। আর ফিরতেই সন্দেহ দানা বাঁধে।

তিন সন্তানের একজনকে দেখে প্রশ্ন করেন রুবিনা। এর পরেই সানিয়া স্বীকার করেন যে, মাদক কেনার টাকা জোগাড় করতে দুই সন্তানকে বিক্রি করে দিয়েছেন তারা। ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেন সাবিরের বোন রুবিনা। 

পুলিশ সূত্রে খবর, ২০২২-এ মে মাসে শিশু পুত্রকে ৬০ হাজার টাকা এবং কন্যা সন্তানটিকে ১৪ হাজার টাকায় বিক্রি করে দেন তাঁরা। পুলিশের অনুমান এর পিছনে শিশু পাচারের বিশাল বড় কোনও চক্র জড়িত রয়েছে। শিশুটিকে খোঁজার পাশাপাশি  ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Uttarakhand Tunnel Rescue Operations: ধাতব কাঠামোয় লেগে বিগড়ে গেল ড্রিল মেশিন, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে উদ্ধারকার্যে আবারও বাধা