সনৎ ঝা, দার্জিলিং : বিশ্ব পরিবেশ দিবসে (World Environment Day) সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়িতে আয়োজন করা হল সাইকেল র্যালির। সূচনা করলেন শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মেয়র গৌতম দেব। পরিবেশ রক্ষায় নতুন করে নেওয়া হল শপথ। উদ্যোক্তা শিলিগুড়ির পরিবেশবাদী সংগঠন 'উত্তরের পরিবেশ মঞ্চ'।
উষ্ণায়নের দাপটে এখন পাহাড়ের বুক থেকে গলছে বরফ (Ice Melting)। ক্রমশই পরিবেশকে গিলে খাচ্ছে কংক্রিটের জঙ্গল। উধাও হচ্ছে জঙ্গল, শুকিয়ে যাচ্ছে নদী। উন্নয়নের অজুহাতে মানুষ নিজেই ডেকে আনছে নিজের বিপদ ! এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সবচেয়ে আগে দরকার নিজেদের সচেতন হওয়ার। বিশ্ব পরিবেশ দিবসে সেই সচেতনতার বার্তা দিতেই এগিয়ে এল শিলিগুড়ির পরিবেশবাদী সংগঠন 'উত্তরের পরিবেশ মঞ্চ'।
সকলের মধ্যে পরিবেশ বাঁচানোর তাগিদ উস্কে দিতে আয়োজন করা হল সাইকেল র্যালির (Cycle Rally)। পরিবেশবাদী সংগঠন 'উত্তরের পরিবেশ মঞ্চ'-র আহ্বায়ক উজ্জ্বল ঘোষ বলেছেন, 'উন্নয়নের অজুহাতে পরিবেশ বিপন্ন। গাছ কেটে আবাসন তৈরি হচ্ছে। জঙ্গল ধ্বংস হচ্ছে নদীর জলস্তর নেমে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে।'
রাজনীতির মঞ্চে দুই বিরুদ্ধ পক্ষ হলেও পরিবেশ বাঁচাতে পাশাপাশি ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে এই সাইকেল র্যালির সূচনা করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও পুরসভার মেয়র গৌতম দেব। বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, 'সত্যি পরিবেশ নিয়ে সচেতন হওয়া দরকার। যেভাবে জঙ্গলের কাছেই আবাসন তৈরি হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে আমি বিভিন্ন মন্ত্রকে চিঠি লিখেছি।' তৃণমূল নেতা ও শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেছেন, 'পরিবেশ বাঁচাতে সব রাজনৈতিক দলকে এক হওয়া দরকার।' সঙ্গী সাইকেল, মুখে পরিবেশ সচেতনতার বার্তা। শিলিগুড়ির লালমোহন মৌলিক ঘাট থেকে লাটাগুড়ি পর্যন্ত ঘোরেন সাইকেল আরোহীরা।
প্রসঙ্গত, ১৯৭২ সালে 'স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট'-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয় 'বিশ্ব পরিবেশ দিবস।' স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।' স্টকহোম কনফারেন্স থেকে 'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম' বা UNEP নামে একটি আন্তর্জাতিক মঞ্চও তৈরি করা হয়।
আরও পড়ুন- ট্রেন দুর্ঘটনায় CBI-সুপারিশ, 'বিজেপির কাছে পেগাসাস' সুর চড়ালেন মমতা, আরও খবর