কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2023) কার্নিভালের দিনই শহিদ মিনার চত্বরে ডিএ-আন্দোলনকারীদের প্রতিবাদ (DA Protest)। যজ্ঞ এবং তারপর স্বপ্নের শেষযাত্রা আখ্যা দিয়ে প্রতীকী প্রতিবাদ সংগঠিত করেন তাঁরা। আজ সংগ্রামী যৌথ মঞ্চে গিয়ে সংহতি জানিয়ে আসেন সিপিএমের প্রতিনিধিরা। পরে যান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বিষয়টি-কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ডিএ-আন্দোলনকারীদের প্রতিবাদ: রেড রোডে পুজো কার্নিভাল, একের পর এক প্রতিমা, নাচ-গান, মঞ্চে খোদ মুখ্য়মন্ত্রী। উৎসবের এই আমেজের কিছুটা দূরত্বেই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ কর্মসূচি। রেড রোডে যখন উৎসবের সুর, তখন ডিএ আন্দোলনকারীদের মঞ্চে চলল যজ্ঞ। রেড রোডে যখন হুই-হুল্লোড়। তখন স্বপ্নের শেষযাত্রার মাধ্যমে প্রতীকী প্রতিবাদ সংগঠিত করলেন ডিএ আন্দোলনকারীরা।
দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবি জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। শহিদ মিনার চত্বরে ২৭০ দিনেরও বেশি, ধর্না-অবস্থান-বিক্ষোভ চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। এই টানাপোড়েনের আবহেই, পুজোর মুখে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, ৪২ শতাংশ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৪৬ শতাংশ। রাজ্য সরকারি কর্মীরা ৬ শতাংশ হারে ডিএ পান। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৪০ শতাংশ।এই অবস্থায়, শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে উচ্ছ্বাসের আবহেই প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় সংগ্রামী যৌথ মঞ্চ।
এদিন ডিএ আন্দোলনকারীদের সংহতি জানাতে, মঞ্চে উপস্থিত হয় সিপিএমের যুব নেতৃত্ব। দুপুরে সেখানে যান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। দু-পক্ষই ডিএ আন্দোলনকারীদের দাবির হয়ে সওয়াল করে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে। বকেয়া ডিএ নিয়ে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই টানাপোড়েনের মধ্যেই এবার দুর্গাপুজো কমিটিগুলোর অনুদান বাড়িয়ে ৭০ হাজার টাকা করেছে রাজ্য সরকার। যে খাতে রাজকোষ থেকে খরচ ধরা হয়েছে প্রায় ৩০১ কোটি টাকা। গত মাসেই একলপ্তে ৪০ হাজার টাকা বেতন বেড়েছে রাজ্য়ের মন্ত্রী ও বিধায়কদের। শুধু তাই নয়, সম্প্রতি, ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। ফলে ইমামদের মাসিক ভাতা বেড়ে হয়েছে ৩ হাজার টাকা। মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বেড়ে হয়েছে দেড় হাজার টাকা।
শুক্রবারই হরিয়ানার বিজেপি সরকার দীপাবলির উপহার হিসাবে সে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে। বুধবার ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। ভোটমুখী রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ফিরলে, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বাড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। কিন্তু, বাংলা-য় উৎসবের আলোয় রাজপথ আলোকিত হলেও, বকেয়া ডিএ-র দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মুখ সেই অন্ধকারেই ঢাকা।
আরও পড়ুন: Visva-Bharati University: বিশ্বভারতীর ফলকে ব্রাত্য় কবিগুরুর নাম, উপাচার্যের কৈফিয়ত তলব রাজ্য়পালের