কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারলেন অমিত শাহ (Amit Shah)। ঘড়ির কাঁটায় তখন সন্ধে সাতটা সাতান্ন। বেহালার (Behala) বীরেন রায় রোডে, সৌরভের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি। হাতে ফুলের তোড়া নিয়ে অভ্যর্থনা জানান সৌরভ Sourav Ganguly। এর পর অমিত শাহকে নিয়ে বাড়ির অন্দরমহলে চলে যান সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোফায় অমিত শাহের ঠিক পাশেই বসেছিলেন সৌরভ (Sourav Ganguly)। অমিত শাহের জন্য একেবারে নিরামিষ বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়।
শাহি ভোজের মেনুতে ছিল, ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির। শেষপাতে দই, রসগোল্লা, কাজু বরফি। জানা গিয়েছে, সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সমস্ত পদ রান্না করা হয়। অমিত শাহের সঙ্গে সৌরভের বাড়িতে নৈশভোজে যোগ দেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
মহারাজের বাড়িতে শাহী ভোজ। শুক্রবার সন্ধেয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে অমিত শাহ। ঘড়ির কাঁটায় তখন সন্ধে ৭ টা ৫৭। বিসিসিআই প্রেসিডেন্টের বাড়ি গিয়ে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বীরেন রায় রোড। ফুলের তোড়া দিয়ে আপ্যায়ণ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
নিরাপত্তার জন্য, সৌরভের পরিবারের মোট ৮ জনকে অমিত শাহর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। তাঁদের মধ্যে, সৌরভ ছাড়াও ছিলেন, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়,
সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সৌরভের ২ আপ্ত সহায়ক এবং বাড়ির ২ পরিচারিকা।
অমিত শাহ নিরামিশাষী। নৈশভোজে তাই নিরামিষ বাঙালি পদের আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, ভেজিটেবিল পোলাও, রুটি, লুচি, বেগুন ভাজা, ভেজিটেবল কাটলেট
ব্রকোলির চপ, ডাল মাখানি, ছোলার ডাল, আলুর দম, ফুলকপির রসা, এঁচোরের তরকারি, ধোকার ডালনা, পনির, দই, রসগোল্লা, কাজু বরফি, আইসক্রিম পুরোটাই তত্বাবধান করেন সৌরভের মা। খেয়ে বেরিয়ে অমিত শাহ জানালেন ছোলার ডাল খুব পছন্দ হয়েছে তাঁর।