পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: হাইটেনশন পোলের (High Tension Pole) উপর যুবকের উঠে পড়া নিয়ে হইচই বাঁকুড়ায় (Bankura)। প্রাথমিক ভাবে ধারণা, তিনি মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নন। এদিন রেলের পোলে (Pole) প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকেন ওই যুবক। খবর পেয়ে রেলপুলিশ ছুটে এসে তাঁকে নামানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে তিনিও নিজেই নেমে আসেন। তবে এখনও তাঁর নাম-পরিচয় জানা যায়নি।


কী ঘটেছিল?
বাঁকুড়া ১৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন রেলের তিন নম্বর গেটের ২৩১/৩১ রেলের পোলে ঘটনাটি ঘটে। পোলের উপরে ওঠা যুবককে দেখতে পেয়ে গেটম্যান দ্রুত কন্ট্রোল রুমে খবর দেন।তৎক্ষণাৎ ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন রেল কর্তৃপক্ষ। ওই হাইটেনশন লাইনের যে বিদ্যুৎ সংযোগ, তাও বন্ধ করে দেওয়া হয়। তারপরেই ঘটনাস্থলে ছুটে আসে রেলের পুলিশ। বেশ খানিকক্ষণ চেষ্টার পরে ওই যুবক নিজেই নিচে নেমে আসেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ। তবে এখনও তাঁর পরিচয় জানা যায়নি। রেলপুলিশের তরফ থেকে যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। খোঁজ পেতেই তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে, এমনই খবর। এর আগে, গত নভেম্বরে, হাওড়া ব্রিজের মাথায় চড়েছিলেন এক যুবক। এই নিয়ে হইচই পড়ে যায়।


কী হয় হাওড়া ব্রিজে?
নভেম্বরের বিকেল। আর পাঁচটা দিনের মতোই ব্রিজ দিয়ে যাতায়াত করছে যানবাহন। ঠিক সেই সময় ব্রিজের একেবারে মাথায় দেখা যায় এক যুবককে। কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন তিনি। এরপর হেঁটে আসেন হাওড়ার দিকে। তাঁর পরনে ছিল না কোনও পোশাক। ওপর থেকে হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। মাঝেমধ্যে হাত জোড় করে নমস্কারও করছিলেন।খবর পেয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। আসেন দকমল ও বিপর্যয় মোকাবিলা দফতরে কর্মীরাও। কৌতূহলবশত বহু মানুষ ভিড় জমিয়ে দেন ব্রিজের আশপাশে। ফলে, ব্রিজ দিয়ে যান চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা পর গোলাবাড়ি থানার পুলিশ, দমকল কর্মী এবং কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মীদের সাহায্যে হাওড়ার দিক থেকে তাঁকে নামানো  হয়। তবে, এই ঘটনার পর হাওড়া ব্রিজের নিরাপত্তা ও পুলিশ নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের নাম সাধি কুমার। বয়স ২২ বছর। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। উদ্ধারের পর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় হয়। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হয়, তিনিও মানসিক ভাবে পুরোপুরি স্থিতিশীল ছিলেন না।


আরও পড়ুন:পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন