খাবার নিয়ে এখন অনেকেই নানারকম এক্সপেরিমেন্ট করে থাকেন। আর এই সব আশ্চর্যজনক পরীক্ষা - নিরীক্ষা করে সহজেই সোশ্যাল মিডিয়ার নজরে পড়েন তাঁরা। কেউ আইসক্রিম দিয়ে তৈরি করছেন পিৎজা । কেউ বানাচ্ছেন ফুচকা। কেউ আবার রসগোল্লার চাট বানিয়ে নজর কাড়ছেন নেটিজেনদের। আবার কেউ চমকদার সিঙ্গারা বানিয়ে চমকে দিয়েছেন সকলকে।
বরফে ফিউশন
কেউ কেউ এরকম এক্সপেরিমেন্টাল খাবার দেখে উচ্ছ্বসিত হন। কেউ আবার অদ্ভুত খাবারের ফিউশন দেখে চটে যান। এবার এমনই আরেকটি ভিডিও সামনে এসেছে, যেখানে একজন মহিলাকে দেখা গেল তুষার থেকে আইসক্রিম তৈরি করতে। আর তা দেখে তাজ্জব সোশ্যাল মিডিয়া।
বরফে মেলালেন সামান্য কনডেন্সড মিল্ক
ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, একজন মহিলা মাটিতে পড়ে থাকা কিছু তুষার তুলে একটি বাটিতে রাখছেন। তারপর সেই বরফে মেলালেন সামান্য কনডেন্সড মিল্ক এবং ভ্যানিলা এসেন্স। তাজা বরফ দিয়ে তৈরি এই আইসক্রিম খাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে হইচই ফেলে দিয়েছে। ভিডিওটি রেকর্ড করা হয়েছে মানালিতে। যেখানে মাঝেমধ্যেই বরফ পড়ে। আপনারাও দেখুন কীভাবে এক মহিলা হিল স্টেশনে পড়া বরফ থেকে আইসক্রিম বানাচ্ছেন।
আইসক্রিম মেকিং
আপনিও ট্রাই করে দেখতে পারেন এই অভিনব আইসক্রিম মেকিং। নারডি সিস্টারস নামের একটি ফুড ব্লগিং পেজ ইনস্টাগ্রামে এই আশ্চর্যজনক রেসিপিটির ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে আপনি দেখলেন যে কীভাবে একজন মহিলা মাটিতে পড়ে থাকা বরফ ব্যবহার করে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে ফেললেন, আবার খেয়েও ফেললেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কমেন্ট ও শেয়ার করেছেন। কারও কারও আবার এই রেসিপি পছন্দ হয়নি। অনেকেই এই আইসক্রিম শরীরের পক্ষে অস্বাস্থ্যকর বলেছেন।
আরও পড়ুন :
মে মাসেই জন্ম ? তাহলে জেনে নিন জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বভাবের ভাল ও মন্দ দিক