কলকাতা: ভর সন্ধ্যায় কলকাতায় (Kolkata) এক ব্যবসায়ীকে প্রকাশ্যে চপারের কোপ মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতার জোড়াবাগানের (Jorabagan) নতুন বাজার এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় জোড়াবাগানের নতুন বাজার এলাকা দিয়ে একজন ব্যবসায়ী যুবক বাইক নিয়ে যাচ্ছিল। আচমকা পিছন থেকে তাঁকে চপার দিয়ে কোপ মারে অন্য এক যুবক। আক্রান্ত যুবককে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। এর জেরে ওই এলাকায় নিমিষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চারিদিকে রক্তের ছাপ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে আক্রান্ত যুবকের সঙ্গে আক্রমণকারীর পুরনো বিবাদ ছিল। তার জেরেই রবিবার ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় ওই যুবকের ওপরে চপার দিয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থলটি ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এখনই পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে জোড়াবাগানের নতুন বাজার এলাকায়। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতারির দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের তরফেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে সল্টলেকের পূর্বাচল এলাকার বাসিন্দা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে লুঠপাটের অভিযোগ উঠেছে। গত মাসে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই বাড়িতে থাকতেন ওই মহিলা। সেই সুযোগে বাড়ির পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত এক ব্যক্তি হামলা চালিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে ওই মহিলাকে অচৈতন্য করে দেয়। তারপর তাঁর শরীর ও বাড়িতে থাকা সোনার গয়না এবং তিন লক্ষের বেশি টাকা লুঠ করে নিয়ে পালিয়ে যায়। পরে ওই বৃদ্ধা পুলিশকে ফোন করলে তারা সঙ্গে সঙ্গে ওই মহিলার কাছে আসে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Medical College Fire: কলকাতা মেডিক্যাল কলেজে আগুন আতঙ্ক, ধোঁয়ায় ঢাকল চারিদিক