রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: প্রাথমিকে চাকরির (kob) টোপ (allure) দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। চাকরি না পাওয়ায় বিষ (poison) খেয়ে আত্মঘাতী (suicide) লালগোলার (laalgola) যুবক, অভিযোগ পরিবারের। ঘটনায় সাগরদিঘি থেকে গ্রেফতার মিডলম্যান রেহেসান শেখ। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আদালতের নির্দেশে আজ মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়।


কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, আর এক অভিযুক্ত দিবাকর কনুই কান্দির বাসিন্দা হলেও থাকেন কলকাতায়। তাঁর সন্ধান চালাচ্ছে লালগোলা থানার পুলিশ। চাকরিপ্রার্থী যুবকের নাম আব্দুর রহমান। পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার আত্মঘাতী হন বছর পঁচিশের যুবক। বুধবার ঘর থেকে মেলে সুইসাইড নোট। এরপর মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে এমনিতেই রাজ্যজুড়ে তোলপাড়। 


নিয়োগ দুর্নীতির অভিযোগে...
পার্থ চট্টোপাধ্যায় থেকে অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিযোগ গ্রেফতার হেভিওয়েটদের এবারের দুর্গা পুজো জেলেই কাটছে। অন্যদিকে দুর্নীতি বিরোধী অভিযানে একজোট বিচারপতিরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ে সামিল হওয়ার ঘোষণা করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের সৌজন্যে যোগ্যতার স্বীকৃতি স্বরূপ পুজোর আগেই চাকরি পেয়েছেন ববিতা সরকার। চাকরি পেতে চলেছেন প্রিয়ঙ্কা সাউ।  যদিও শিক্ষক নিয়োগে আরও একটি দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন লিপিকা মণ্ডল। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এসএসসির হলফনামা তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বচ্ছ্ব ভাবে চাকরি পেয়েছি। দাবি প্রবীণ মণ্ডলের। ঘটনাচক্রে এর ঠিক আগের দিনই এবিপি আনন্দকে সাক্ষাৎকারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান, আমরা সেটা রক্ষা করতে চাই। যা নিয়ে বিতর্ক আছে, সমস্যা আছে, আমরা সেই চাকরিও রক্ষা করতে চাই। একইসঙ্গে চাই, যোগ্যরাও যেন বঞ্চিত না হন। এটা মুখ্যমন্ত্রীরই অভিপ্রায়’। বেআইনি নিয়োগের একের এক বিতর্কের মধ্যেই মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তার মধ্যে চাকরির টোপ দিয়ে আবার টাকা আদায়ের অভিযোগ, যার জেরে যুবক আত্মঘাতী হওয়ার দাবি করছে পরিবার।


 


আরও পড়ুন:'ন্যানো বন্ধ করে দিয়ে কাশফুল দিয়ে শিল্প', সিঙ্গুরে গিয়ে আক্রমণাত্মক দিলীপ