সুনীত হালদার, হাওড়া: এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হল দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হওয়া হাওড়ার যুব তৃণমূল কর্মী (Youth TMC leader) আব্দুল কাদিরের। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ হাওড়ার শিবপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে বাইক করে এসে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় হাওড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে লক্ষ্য করে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন যুব তৃণমূল কর্মী আব্দুল কাদির। আচমকা বাইকে করে এসে হেলমেট পড়া তিনজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রায় ৬ রাউন্ড গুলি চলার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আব্দুল কাদির। প্রথমে ঘটনাটির জেরে হকচকিয়ে গেলেও পরে লোকজন জড়ো হতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।


সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা লোকজন গুরুতর জখম হওয়ায় যুব তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে নিয়ে এসে ভর্তি করেন। তাঁর শরীরে একাধিক গুলি লেগেছিল। সেগুলি বের করে চিকিৎসা শুরু করেন এসএসকেএমের চিকিৎসকরা। কিন্তু, ক্রমশ অবস্থার অবনতি হচ্ছিল আব্দুল কাদিরের। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয় মৃত্যু হয়েছে হাওড়ার ওই যুব তৃণমূল কংগ্রেস কর্মীর।


পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক না ব্যক্তিগত কারণে দুষ্কৃতীরা হাওড়ার ৩১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে গুলি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। এভাবে হাওড়ার শিবপুরের মতো জায়গায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রসের পার্টি অফিসের সামনে তাদের দলের একজন যুব কর্মী এভাবে দুষ্কৃতীরা গুলি করায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে শাসক দলের যুব কর্মীকেই যদি এভাবে প্রকাশ্যে গুলি করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিয়ে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যুব তৃণমূল কর্মী আব্দুল কাদিরের সঙ্গী এবং স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ওই যুব তৃণমূল কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata Weather: ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাব, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা