কলকাতা: আবারও নক্ষত্র পতন দেশের মাটিতে। বছরটা ৯২ সাল। উনিশ বছরের প্রাণবন্ত যুবক তখন জুবিন গর্গ (Zubeen Garg Death)। ওই বছরই 'অনামিকা' নামক অসমিয়া অ্যালব্যাম প্রকাশের মধ্য দিয়ে পেশাগতভাবে গানের জগতে প্রবেশ এই রকস্টারের। জীবনকালে বাংলা, হিন্দি, তামিল, নেপালী-সহ আরও অজস্র ভাষায় হাজার হাজার গান গেয়েছেন মায়াবী কণ্ঠের অধিকারী জুবিন। যার মধ্যে তাঁর, বহু হিট গান রয়েছে । কিন্তু আচমকাই মাত্র ৫২ বছর বয়সে পথ চলা শেষ হল তাঁর। সময়ের অনেক আগেই শোকস্তব্ধ করে দিয়ে, চিরতরে চলে গেলেন তিনি। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গর্গের। এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), প্রধানমন্ত্রী মোদি (PM Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
আরও পড়ুন, কার কাছে থাকবে ছেলে? কাটোয়া আদালতেই বেনজির টানাটানি বাবা-মায়ের !
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জুবিনের মৃত্যুতে শোকপ্রকাশ করে 'প্রিয় ভাই জুবিন' সম্বোধন করে 'শান্তি' প্রার্থনা করেছেন। তোমার সুমধুর কণ্ঠ, অপ্রতিরোধ্য স্পিরিট, ভোলার নয়। আমরা তোমায় মিস করব। ..তোমার গান মানুষের কাছে অমর হয়ে থাকবে।' পাশাপাশি, জুবিনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী মোদি। এই খবর পেয়ে তিনি শকড। এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি। জুবিনকে সব দিন মনে করা হবে, ভারতীয় সংগীতে তাঁর অবদানের জন্য। 'ওম শান্তি', তাঁর মৃত্যুতে, জুবিনের পরিবার এবং শুভাকাঙ্খীদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, জুবিন তাঁর গোল্ডেন ভয়েস দিয়ে অসংখ্য মানুষকে মুগ্ধ করে রেখেছেন । তাঁর অকাল প্রয়াণে যে শূণ্যস্থান তৈরি হয়েছে, তা কখনই ভরাট হবে না। জুবিনের পরিবার-আত্মীয়-স্বজন-বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহ।