কলকাতা: একদিকে যেমন দক্ষিণে কাজ করছিলেন, তেমনই অপেক্ষা করছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে মনের মতো কাজেরও। ধারাবাহিক থেকে শুরু করে বড়পর্দা, সবেতেই কাজ করেছেন তিনি। আর এবার ওয়েব সিরিজে হাতেখড়ি অভিনেত্রী ঋত্বিকা সেন (Ritticka Sen)-এর। অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'অভিশপ্ত'-তে মুখ্যভূমিকায় দেখা যাবে ঋত্বিকাকে।


মিস্ট্রি থ্রিলার এই সিরিজে ঋত্বিকার বিপরীতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee)। আজ মুক্তি পেয়েছে এই সিরিজে ঋত্বিকার লুক ও মোশন পোস্টার। সেখানে কনের সাজে দেখা গিয়েছে ঋত্বিকাকে। এই সিরিজে সুযোগ পাওয়া থেকে শুরু করে শ্যুটিং, কেমন ছিল ঋত্বিকার সফরটা? ফোনের ওপার থেকে উচ্ছ্বসিত শোনাল অভিনেত্রীর কন্ঠস্বর। বললেন, 'আমি এইরকম একটা কাজের জন্যেই অপেক্ষা করছিলাম। রানেদা (নিসপাল সিং রানে) ও অভিমুন্যদাকে প্রথমেই ধন্যবাদ আমায় এই সুযোগটা দেওয়ার জন্য। শ্যুটিংটা শুরু করতে দেরি হয়েছিল আমারই জন্য। ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলাম। একটু সুস্থ হলে শ্যুটিং শুরু করি। সবাই ভীষণ সাহায্য করেছে, একটুও রূঢ় ব্যবহার করেননি। অনেকটা ছোট থেকে কাজ করছি। সেটে বহু বকা খেয়েছি আমি। বকুনি খেয়ে কাজ শিখেছি। এখন তাই চেষ্টা করি নিজেকে প্রফেশনালভাবে প্রেজেন্ট করতে। তবে 'অভিশপ্ত'-তে গোটা টিমটা এত সবার সঙ্গে সবাই সাবলীল হয়ে গিয়েছিলাম যে সুবিধা অসুবিধাগুলো না বলেই বুঝে যেত সবাই। একদিন মনে আছে, খুব অসুস্থ শরীর নিয়ে শ্যুটিং করছি, গলা দিয়ে কার্যত আওয়াজ বেরোচ্ছে না। গৌরব আমার লিপ রিড করে করে সংলাপ বলছে। ও ভীষণ ভাল একজন সহ অভিনেতা।'


ঋত্বিকাকে ঘিরেই ছবির গল্প, এগিয়ে যাবে কোন পথে? অভিনেত্রী বলছেন, 'সিরিজে আমার চরিত্রের নাম অপর্ণা। মা-বাবার খুব আদুরে মেয়ে অপর্ণার বিয়ে হয়ে যায় সম্বন্ধ করেই। কিন্তু নতুন বাড়িতে গিয়ে সে সম্মুখীন হয় বিভিন্ন রহস্যময় পরিস্থিতির। বুদ্ধিমতী অপর্ণা একে একে রহস্য সমাধান করতে থাকে বটে, কিন্তু রহস্যের জাল যেন তাকে নিয়ে যায় অন্য পথে। এই সিরিজটার মধ্যে এমন রহস্য আছে, তেমনই আছে বাঙালিয়ানা। বিয়ে মানেই একটা মেয়ে তার চেনা পরিবেশ, মানুষ সব ছেড়ে আসে। তখন সেই মেয়েটার ওপর দিয়ে কী ঝড় যায়, তা নিয়ে পর্দায় কথা বলা হয় না কখনও। এই সিরিজ একটা মেয়ের সেই বাড়ি ছেড়ে আসার আবেগকেও ফুটিয়ে তুলেছে। আশা করি, মানুষ মেলাতে পারবে নিজেদের সঙ্গে। আমার চরিত্রে অনেকগুলো শেডস রয়েছে। এই সবকিছু ভেবেই এই সিরিজে অভিনয়ে রাজি হয়েছিলাম।'


আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?


আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা