Agneepath Scheme 2022: দেশের সেবাই যদি আপনার স্বপ্ন হয়, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। মঙ্গলবারই দেশের সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম আনল সরকার। এই নতুন স্কিমের নাম রাখা হয়েছে অগ্নিপথ (Agneepath Scheme Army)। 


এদিন সেনাবাহিনীর এই নিয়োগ সংক্রান্ত স্কিমের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিনের সংবাদ সম্মেলনে রাজনাথ সিং ছাড়াও ছিলেন তিন সেনাপ্রধান। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। জেনে নিন কী রয়েছে সরকারের এই নতুন স্কিমে।


Agneepath Scheme: ৪ বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ


কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পটি দেশের যুবকদের কথা ভেবেই শুরু করা হয়েছে। এই স্কিমের আওতায় যুবকদের ৪ বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে। এর সঙ্গেও রয়েছে আরও সুবিধা। এবার থেকে ১০০ শতাংশ আবেদনকারী স্বেচ্ছাসেবক রূপে বাহিনীতে কাজ করতে পারবে। যুবকরা। রাজনাথ সিং জানিয়েছেন, দেশের নিরাপত্তা জোরদার করতেই নতুন এই পরিকল্পনার দিকে হেঁটেছে সরকার। 


Agneepath Recruitment Scheme 2022: যেকোনও রেজিমেন্টের জন্য আবেদন করা যাবে


আপনি সেনাবাহিনীতে নিয়োগের নতুন এই স্কিমের মাধ্যমে যেকোনও রেজিমেন্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও রেজিমেন্টে জাতি, ধর্ম, অঞ্চলের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না।


Agneepath Scheme: নতুন নিয়োগ পদ্ধতিতে কী রয়েছে ?
৪ বছর পর জওয়ানদের পর্যালোচনা করা হবে


এর পাশাপাশি তাদের চাকরি ছাড়ার সময় সার্ভিস ফান্ড প্যাকেজ দেওয়া হবে।


এই নতুন স্কিমে কোনও পেনশন থাকবে না, এককালীন অর্থ দেওয়া হবে


সেনাবাহিনীর এই স্কিমে নিযুক্ত সৈন্যদের বলা হবে অগ্নিবীর।


এই স্কিমের অধীনে নিয়োগ করা বেশিরভাগ জওয়ান চার বছর কাজ থেকে মুক্তি পাবেন।


Agneepath Recruitment Scheme 2022: কোন বয়সের যুবকরা আবেদন করতে পারে ?


এই স্কিম অনুযায়ী সরকার নিযুক্তদের ভাল বেতন দেবে। চাকরির 4 বছর পরে তরুণরা ভবিষ্যতের জন্য অনেক নতুন সুযোগ পাবে।  ১৭.৫ বছর থেকে ২১ বছরের যুবকরা (অগ্নিপথ স্কিম) এই স্কিমে আবেদন করতে পারবেন। এতে ১০ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।


Agneepath Scheme: বেতন কত পাবেন ?


এই স্কিমের বেতনের হিসাবে প্রথম বছরের জন্য ৪.৭৬ লক্ষ বার্ষিক প্যাকেজ পাবে যুবকরা। চতুর্থ বছরে এই প্যাকেজ বেড়ে ৬.৯২ লক্ষ টাকায় গিয়ে দাঁড়াবে। একই সঙ্গে সেনাবাহিনীর লোকেরাও ঝুঁকি ও কষ্টের সঙ্গে ভাতার সুবিধা পাবে। একই সঙ্গে ৪ বছরের চাকরি শেষ হওয়ার পর সেনাবাহিনীর যুবকদের পরিষেবা তহবিল হিসাবে ১১.৭ লক্ষ টাকা পাবে। মনে রাখবেন যে এই পরিমাণে অর্থের ওপর কোনও কর ধার্য করা হবে না।


আরও পড়ুন : PAN-Aadhaar Card: কীভাবে মৃত ব্যক্তির আধার-প্যান লক করবেন জানেন ? না হলে বাড়বে সমস্যা


Education Loan Information:

Calculate Education Loan EMI