কলকাতা: আগে ছিল সিনেমার পর্দায়। সাই-ফাই ফিল্মের স্ক্রিপ্টে। এখন বাস্তব জীবনেই কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট। নিত্যদিনের জীবনে নানা ক্ষেত্রে ছাপ ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence. কোনও সংস্থার চ্যাটবট হোক কিংবা পরিচিত সিরি বা অ্যালেক্সা। এসবই কৃত্রিম বুদ্ধিমত্তারই নিদর্শন। ইদানিং বিজ্ঞান ও প্রযুক্তির জগতে, নেটদুনিয়ার ট্রেন্ডিং Artificial Intelligence-এর মতো টপিক। 

কম সময়ে, দ্রুতগতিতে অনেক কাজ একসঙ্গে করে ফেলার কাজে দড় বিভিন্ন Artificial Intelligence টুল বা অ্যাপ। কেউ নিমেষে পাতার পর পাতা লিখে দিতে পারে। কেউ মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারে কোনও কঠিন প্রোগ্রামিং, কেউ আবার নিমেষে করে ফেলতে পারে এডিট। এরকমই নানা পারদর্শিতার ছাপ রেখেছ AI. এই কারণেই এখন বিশ্বের বিভিন্ন ছোট-বড় সংস্থা কোনও না কোনওভাবে AI based application কাজে লাগাচ্ছে। এর ফলে একদিকে চিন্তা হচ্ছে চাকরির সুযোগ কমে যাওয়া নিয়ে। পাশাপাশি উজ্জ্বল দিকও রয়েছে। নতুন চাকরির সুযোগও তৈরি হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিকাঠামো, প্রযুক্তি পরিবর্তিত হতে থাকে। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে তৈরি করলেই চাকরির বাজারে হোঁচট খাওয়ার ভয় থাকে না। 

কিন্তু নতুন এই ক্ষেত্রের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করা যায়? তার জন্য ঘেঁটে দেখতে হবে Artificial Intelligence Courses সংক্রান্ত বিভিন্ন কোর্সের খুঁটিনাটি। ইন্টারনেটে একবার 'AI Courses' লিখে সার্চ করলেই একাধারে বেরবে একাধিক কোর্সের ঠিকুজি-কুষ্ঠি।

AI- সংক্রান্ত বিভিন্ন অ্যাপ, টুল কীভাবে ব্যবহার করা হবে, কী পদ্ধতিতে কাজ করা হবে, কী কী শেখার প্রয়োজন হবে- সেসবই জানা যাবে। এক একটি স্কিলের জন্য এক একটি কোর্সের সুবিধা রয়েছে। কোনও কোর্স বিনামূল্যে করানো হয়ে থাকে, কোনও কোর্স করতে আবার প্রয়োজন ফি-এর। AI কোর্স করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ শিখে রাখা প্রয়োজন। Python, C/C++ এর মতো ভাষাও প্রয়োজন। 

প্রোগ্রামিং, ন্য়াচরাল ল্যাঙ্গোয়েজ প্রসেসিং, কোডিং, ম্যাথামেটিকস, কম্পিউটার সায়েন্স এবং আরও বিভিন্ন বিভাগ Artificial Intelligence -এক আওতায় রয়েছে। AI কোর্সের মধ্যে একাধিক বিষয় থাকে--Data scienceMachine learning (ML)Deep learningReal-world applicationsPredictive analysisCloud computingStatistical softwareData managementAI programming

এরকম আরও একাধিক বিষয় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়গুলির মধ্যে। 

নজরে থাকবে কী কী:কোর্স করার আগে কিন্তু কিছু কিছু বিষয় নজরে রাখতে হবে।অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই এই কোর্স করানো হয়ে থাকে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই কোর্স করে থাকতে হবে।বিশ্ববিদ্যালয় স্তর থেকে গোটা কোর্সটি করে থাকতে হবে।কোর্স শেষে নিয়োগের সুযোগ রয়েছে এমনটা দেখে নেবেন

আরও পড়ুন: দেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দরে হেরফের, কী দাম কলকাতায় ?

 


Education Loan Information:

Calculate Education Loan EMI