Jobs And Recruitments: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) দিচ্ছে চাকরির (Jobs) সুযোগ। জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive) পদে নিয়োগ করতে চলেছে তারা। ভারত জুড়ে বিভিন্ন শাখায় হবে নিয়োগ। ইতিমধ্যেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ৪৯০টি শূন্যপদ রয়েছে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া (Application Submission) শুরু হবে ২ এপ্রিল থেকে। আর আবেদন জমা দেওয়া যাবে ১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। তবে আবেদনকারীদের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। যাঁরা GATE-2024 দিয়েছেন (in the relevant subjects) এবং করেসপন্ডিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (Corresponding Engeneering Degree) রয়েছে অথবা এমসিএ (MCA) করেছেন, তাঁরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে যোগ দেওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন।
- জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) - ৩
- জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল) - ৯০
- জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিকাল) - ১০৬
- জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) - ২৭৮
- জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) - ১৩
আবেদনকারীদের বয়সসীমা, সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত এই চাকরির জন্য আবেদন করা যাবে, দেখে নিন
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়সের সর্বোচ্চ সীমা ২৭ বছর। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারীদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর। অন্যদিকে ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়সের সর্বোচ্চ সীমা ৩০ বছর।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে
সাধারণ ভাবে আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, শিক্ষানবিশ (যাঁরা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সম্পূর্ণ করেছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে), মহিলা - এইসব আবেদনকারীদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি নেই। বিনামূল্যেই অর্থাৎ ফ্রি- তে আবেদন জানাতে পারবেন তাঁরা। এই ক্যাটেগরির আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI