Job News Kolkata: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট বা সম্প্রচার সহায়ক পদে কর্মী নিয়োগ করছে আকাশবাণী দফতর। মূলত কলকাতার প্রার্থীদের (Job News) কাছ থেকেই আবেদন চাওয়া হচ্ছে এই পদের জন্য। এই নিয়োগ (Akashvani Kolkata Jobs) সম্পূর্ণই অস্থায়ী এবং অ্যাসাইনমেন্ট-ভিত্তিক। জেনে নিন এই পদের জন্য কারা করতে পারবেন আবেদন, কী যোগ্যতা লাগবে আর কতদিনের মধ্যে করতে হবে আবেদন।
যোগ্যতা
আকাশবাণী কলকাতার এই পদে নিয়োগের আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ইউজিসি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ৩১ অগস্ট ২০২৫ তারিখের আগে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া এই নির্দিষ্ট তারিখের নিরিখে প্রার্থীদের (Akashvani Kolkata Jobs) বয়স কখনই ৫০ বছরের বেশি হওয়া যাবে না। ইংরেজি থেকে বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি ভাষায় বা বিপরীতক্রমে অনুবাদের দক্ষতা থাকতে হবে। সাম্প্রতিক দেশ-বিদেশের খবর সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। স্থানীয় সাহিত্য-সংস্কৃতি বিষয়ে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। আকাশবাণী কলকাতার অনুষ্ঠান, বেতারে কাজ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা দরকার প্রার্থীর।
কী কী দক্ষতা থাকা দরকার
অডিও এডিটিং, মিক্সিং-এ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যারে দক্ষতা থাকা দরকার। অডিও রেকর্ডিং আর অডিও প্রোডাকশনের কাজ জানা চাই। গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি, পেশাদার সফটওয়্যারে ভিডিয়ো এডিটিংয়ের জ্ঞান থাকা বাঞ্ছনীয়। সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ও ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
বিজ্ঞপ্তিতে একটি অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে, কেবলমাত্র এই লিঙ্কে গিয়েই করতে হবে আবেদন। বাছাই করা প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং পরে তাদের ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।
মনে রাখতে হবে এই নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী এবং যখন প্রয়োজন সেই মত প্রার্থীকে কাজের জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীকে মাসে সর্বোচ্চ ৬টি অ্যাসাইনমেন্ট এবং বছরে সর্বোচ্চ ৭২ দিন কাজের জন্য ডাকা হবে। এই আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না। নিয়োগের ব্যাপারে আকাশবাণী কলকাতার শীর্ষ আধিকারিকের সিদ্ধান্তই গ্রাহ্য হবে। আগামী ৫ অক্টোবরের মধ্যে এই আবেদন করে ফেলতে হবে আগ্রহী প্রার্থীদের।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI