কলকাতা: প্রোজেক্ট অ্যাসোসিয়েট (Project Associate) নিয়োগ করছে আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University Recruitment 2024)। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অধীনে এই নিয়োগ করা হচ্ছে। পদার্থবিদ্যা বিভাগে এই শূন্যপদটি রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারত সরকারের অর্থানুকূল্যে একটি বিশেষ গবেষণা প্রকল্প শুরু হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মেই এই নিয়োগ করা হচ্ছে। ৩০ জানুয়ারি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়‌‌। বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে আবদন করতে হবে বলে জানানো হয়েছে। নিয়োগটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক।


কতদিনের জন্য এই নিয়োগ?


১২ মাসের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে। চুক্তি সর্বোচ্চ তিন বছর স্থায়ী হতে পারে। প্রার্থীর কাজকর্মের মানের ভিত্তি করে চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। পুনরায় নিয়োগ হবে কি না তা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের সিদ্ধান্তের অধীনে থাকছে।


শিক্ষাগত যোগ্যতা ও বয়স



  • যেকোনও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ৫৫ শতাংশ মার্কস নিয়ে এমএসসি পাশ করতে হবে। 

  • কোনও প্রার্থীর নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আলাদা পড়াশোনা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন। এছাড়াও, ফরটান/পাইথন/সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি কোনও জাতীয় বা রাজ্যস্তরের পরীক্ষা যেমন নেট,সেট,গেট, জেস্ট পাশ করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে পারবে। এই বয়সসীমা অসংরক্ষিতদের জন্য। এসসি, এসটি, ওবিসিরা সংরক্ষণের ভিত্তিতে বয়সের উপর ছাড় পাবেন। 


কীভাবে আবেদন ?


এই নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে হলে নিজের একটি সিভি পাঠাতে হবে প্রকল্পটির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডাঃ মহম্মদ আবদুনের খানের মেল আইডিতে। সাবজেক্টে প্রোজেক্ট অ্যাসোসিয়েটের জন্য আবেদন করা হচ্ছে - কথাটার উল্লেখ থাকতে হবে। সিভিতে নিজের বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কোনও পূর্ব অভিজ্ঞতা থাকলে তার উল্লেখ করা চাই।


নির্বাচিত প্রার্থীদের মেল করে জানানো হবে। এর পর তাদের ওয়াক ইন ইনটারভিউতে ডাকা হবে।  সেখানে নিজের ব্যক্তিগত নথির হার্ড কপি নিয়ে হাজির থাকতে হবে। 


কীভাবে নির্বাচন করা হবে?


ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।


বিস্তারিত তথ্যের জন্য আলায়া বিশ্ববিদ্যালয়ের সাইটে যেতে হবে। সেখানে ট্রেনিং ও প্লেসমেন্টে বিভাগে যেতে হবে। সেখানেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের যোগাযোগের তথ্য রয়েছে‌। আবেদনে কোনও অসুবিধা হলে তার সঙ্গে যোগাযোগ করা যাবে।‌


আরও পড়ুন - Success Story: রিক্সা চালাতেন বাবা, ছোটবেলাতেই মাকে হারান ! অভাব পেরিয়েও UPSC জয়


Education Loan Information:

Calculate Education Loan EMI