APAAR ID Card: আধার কার্ডের আদলেই শুধুমাত্র দেশের সমস্ত পড়ুয়াদের জন্য এবার কেন্দ্র সরকার চালু করেছে অপার কার্ড। স্কুলপড়ুয়াদের জন্যই এই আইডি কার্ড করাতে হবে যেখানে শুধু যে সেই পড়ুয়ার অ্যাকাডেমিক তথ্যই থাকবে তা নয়, বরং তাদের পড়াশোনার বিষয়ে কেন্দ্রীয় স্তর থেকে সুষ্ঠু পরিচালনার সুবিধেও মিলবে। অপার কার্ড বা APAAR Card-এর পুরো কথা হল Automatic Permanent Academic Account Registry কার্ড। সরকারি এবং বেসরকারি উভয় স্কুলের পড়ুয়াদের জন্য এই কার্ড করানো যাবে।
কী কী ফিচার্স
এই অপার আইডি কার্ডের প্রধান উদ্দেশ্যই হল দেশের প্রতিটি ছাত্র-ছাত্রীর অ্যাকাডেমিক কার্যক্রম নজরে রাখা এবং পড়াশোনার ক্ষেত্র সম্পর্কে সমস্ত তথ্য সংরক্ষিত রাখা। কী নিয়ে পড়ছে, কী কী বিষয় রয়েছে পাঠ্যে, কত নম্বর পাচ্ছে পড়ুয়া, কী কী সার্টিফিকেট পেয়েছে, সমস্ত অর্জনগুলি সম্পর্কে এখানে বিশদে তথ্য থাকবে। ডিজি লকারের সঙ্গে এই আইডি ইন্টিগ্রেট করা থাকবে, এর ফলে পড়ুয়াদের সমস্ত তথ্য নিরাপদ ও সুরক্ষিত থাকবে।
কী কী তথ্য পাওয়া যাবে এই অপার কার্ডে
এই অপার কার্ড মূলত আনা হয়েছে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি স্কিমের অধীনে যেখানে প্রত্যেক পড়ুয়াকে একটি ১২ অঙ্কের নম্বর দেওয়া হবে যা তার অপার আইডি নম্বর। এই আইডিতে সংযুক্ত থাকবে সেই পড়ুয়ার সমস্ত অ্যাকাডেমিক নথিপত্র। মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি, ক্যারেক্টার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, ব্লাড গ্রুপ, ওজন, উচ্চতা ইত্যাদি সমস্ত তথ্য থাকবে এই আইডিতে সংযুক্ত।
আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে
এই অপার আইডি কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। পড়ুয়া নাবালক হলে তার বাবা-মায়ের অনুমোদন লাগবে এই আধার কার্ডের সঙ্গে অপার কার্ড লিঙ্ক করাতে গেলে। এই অপার আইডি পেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে apaar.education.gov.in ওয়েবসাইটে। এরপরে হোমপেজে Resources বাটনে ক্লিক করে APAAR Parental Consent Form পূরণ করতে হবে, তারপর এই ফর্ম জমা করতে হবে স্কুলে।
কী করা হবে এই আইডি দিয়ে
এই আইডির মাধ্যমে ভুয়ো নথি জমা করলে তা সহজেই ধরা যাবে। পড়ুয়াদের যাচাইকরণ প্রক্রিয়া খুবই সহজ হবে এবং পড়ুয়াদের বৃত্তি পেতেও অনেক বেশি সুবিধে হবে। একইসঙ্গে এক জায়গায় পড়ুয়ার সমস্ত তথ্য পাওয়া যাবে। এর মাধ্যমে স্কুল ড্রপ আউট চিহ্নিত করা সহজ হবে, এবং তাদের আবার মূলস্রোতে ফিরিয়ে আনা যাবে।
আরও পড়ুন: 7th Pay Commission: দোলের আগেই DA বাড়তে পারে সরকারি কর্মীদের, এবার কত বাড়বে বেতন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI