নয়া দিল্লি: দেশ জুড়ে নতুন শিক্ষানীতি (New Education Policy) লাগু হয়েছে। সেই মতোই শিক্ষা মন্ত্রকের অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (APAAR)-এর কাজও চলছে। যদিও এই আইডি তৈরি করা বাধ্যতামূলক নয়। তবে এর কিছু বিশেষ সুবিধাও আছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাগত রেকর্ড ডিজিটাল আকারে সংরক্ষণ করা হবে। 

সোমবার এবিপি লাইভের স্মার্ট এডুকেশন কনক্লেভে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'নতুন শিক্ষানীতিতে ক্রেডিট স্কোর লাগু হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে। পড়াশুনোর প্রতিটি ধাপে হাতেকলমে কাজের মাধ্যমে পড়ুয়ারা এই ক্রেডিট স্কোর অর্জন করতে পারবে। এখন প্রশ্ন উঠতে পারে কীভাবে এই ক্রেডিট স্কোর থাকবে? কীভাবে ভবিষ্যতে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে  দেশে হোক বা বিদেশে, কিংবা স্কলারশিপের ক্ষেত্রে ক্রেডিট স্কোর সাহায্য করবে? এর জন্য অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট তৈরি করা হয়েছে। ওই ব্যক্তির সব ডিগ্রি, ক্রেডিট, যোগ্যতা ওই অ্যাকাউন্টে থাকবে অর্থাৎ একটি ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে। ডিজিলকারে থাকা সেই সব তথ্য সহজেই অ্যাক্সেস করা যাবে।' 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, 'ডিজিলকার থেকে এই তথ্য পাওয়ার জন্য একটি আইডেন্টিটি কার্ডের প্রয়োজন। সেই কার্ডই হল APAAR ID। এটাকে আধার কার্ডের বাই প্রোডাক্টও বলা যায়। এর মাধ্যমে পড়ুয়ারা যেমন উপকৃত হবে, তেমন কলেজ-বিশ্ববিদ্যালয় এবং চাকরির ক্ষেত্রে সংস্থারাও সুবিধা পাবেন।'  

কীভাবে এই আইডি তৈরি করা যায়? 

APAAR আইডি কার্ড কেবল শিক্ষার্থীদের শিক্ষার রেকর্ড সংরক্ষণ করাই নয়। বরং তাদের স্বাস্থ্যের বিবরণ, ওজন, উচ্চতা ইত্যাদি ব্যক্তিগত তথ্যও ডিজিটালি রাখা যাবে। 

এর জন্য প্রথমে আপনাকে APAAR ওয়েবসাইট https://apaar.education.gov.in/ ভিজিট করতে হবে।সেখানে, 'রিসোর্সেস' বিভাগে যান এবং APAAR প্যারেন্টাল কনসেন্ট ফর্মটি ডাউনলোড করুন। সমস্ত বিবরণ পূরণ করার পর, শিশুটি যে স্কুলে পড়ে সেখানে ফর্মটি জমা দিতে হবে।সরকারি ওয়েবসাইট অনুসারে, এখন পর্যন্ত ৩১ কোটিরও বেশি শিশু আপার আইডির জন্য রেজিস্টার করেছে। 

এরপর শিক্ষামন্ত্রকের অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট https://www.abc.gov.in/ ওয়েবসাইটটিতে গিয়ে My Account-এ ক্লিক করুন। সেখানে Students অপশনে যেতে হবে। এরপর DigiLocker-এ রেজিস্টার করতে হবে। শিক্ষার্থীদের তাদের আধার নম্বর এবং অন্যান্য বিবরণ দিতে হবে। কিছু তথ্য যেমন একাডেমিক তথ্য, স্কুলের নাম ইত্যাদি দিতে হবে।জমা দেওয়ার পর APAAR আইডি প্রস্তুত হয়ে যাবে।

সকলের জন্য APAAR আইডি নেওয়া বাধ্যতামূলক নয়। হেতু রেকর্ডগুলি ডিজিটালভাবে সংরক্ষণ করা হয়, তাই শিক্ষার্থীদের জন্য নতুন কলেজে ভর্তি হওয়া সহজ হয়ে যায়। যেহেতু এতে শিক্ষার্থীদের সম্পূর্ণ শিক্ষার রেকর্ড থাকবে, তাই এটি সর্বদা তাদের জন্য কার্যকর হবে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI