নয়াদিল্লি: বছরের পর বছর চেষ্টা করে তারপর মেলে পড়ার সুযোগ। আর সেই সেন্টার অফ এক্সেলেন্স থেকে এবার চাকরি না পাওয়ার মতো ঘটনা। তাও আবার প্রায় ৩৬ শতাংশ। যা গত শিক্ষাবর্ষের তুলনায়ও বেশি। IIT বোম্বের (IIT Bombay) এই ঘটনায় শঙ্কায় পড়ুয়ারা।


চাকরি না পাওয়ায় শঙ্কা: গত বছর অর্থাৎ ২০২৩ সালে ২২০৯ জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছিলেন। যার মধ্যে চাকরি পান ১ হাজার ৪৮৫ জন পড়ুয়া। শতকরা হিসেবে ৩২.৮ শতাংশ পড়ুয়া চাকরি পাননি গত শিক্ষাবর্ষে। যা তার আগের বছরগুলির তুলনায় সবচেয়ে বেশি। চলতি শিক্ষাবর্ষে ছাপিয়ে গেল সেই রেকর্ডও। সংবাদমাধ্যমকে প্লেসমেন্ট বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এটা রীতিমতো একটা লড়াই। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির নিরিখে গত বছরের তুলনায় বিভিন্ন কোম্পানিকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানানো যুদ্ধের সমান। শিক্ষা প্রতিষ্ঠানের আগে নির্ধারণ করা বেতন কাঠামোও একাধিক কোম্পানি মানতে চায় না। ক্যাম্পাসে তারা আসার আগে কয়েক দফায় চলে আলোচনা পর্ব। এই প্রথমবার রেজিস্ট্রার করার পরেও কম্পিউটার এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের একশো শতাংশ পড়ুয়া চাকরি পাননি।


শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর, ৩৮০ কোম্পানি নতুন প্রতিভা খুঁজেছে। যার মধ্যে সিংহভাগ দেশীয় সংস্থা। সাধারণত দেশের থেকে আন্তর্জাতিক সংস্থাই বেশি থাকে। এক অধ্যাপক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ উচ্চ বেতন কাঠামোর দিকে গুরুত্ব দেয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, চাকরি পাওয়ার পরেও অধিকাংশ পড়ুয়া সেই চাকরি করেত চায় না। পরে অন্য উপায় চাকরি খোঁজার চেষ্টা করেন।''            


এদিকে একাধিক পদে কর্মী নিয়োগের ঘোষণা IBPS-এর। চাকরি পাওয়ার পর পোস্টিং হবে মুম্বইয়ে। প্রফেসর, অ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার (আইটি), রিসার্চ অ্যাসোসিয়েট, হিন্দি অফিসার, ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস), অ্যানালিস্ট প্রোগ্রামার (ASP.NET), অ্যানালিস্ট প্রোগ্রামার (পাইথন)- এই পদগুলি করা হবে নিয়োগ। সব পদ মিলিয়ে ২৩ থেকে ৫৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। চার ধাপে হবে এই নিয়োগ প্রক্রিয়া। মুম্বইয়ের আইবিপিএস দফতরে হবে এই কর্মী নিয়োগ। IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে আবেদন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: WBCHSE: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পড়ুক ক্লাস টেনের পড়ুয়ারা, মৌলিক কোর্স চালুর প্রস্তাব সংসদের


Education Loan Information:

Calculate Education Loan EMI