ASHA Workers Recruitment: রাজ্যের এই জেলায় আশা কর্মী (ASHA Workers) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে অনলাইনে পাঠাতে হবে আবেদনপত্র। আগামী ১৪ জানুয়ারির মধ্যে করতে হবে আবেদন।
ASHA Workers jobs 2021: রাজ্যে আশাকর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি(District Health & Family Welfare Samiti Malda)। এই পদে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কেবল মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ASHA Workers Recruitment: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। মহিলার যোগ্যতা যদি মাধ্যমিকের বেশিও হয়, তবে তাঁর মাধ্যমিকের মেধাকেই বাছাইয়ের সময় দেখা হবে। কেবল বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরির ক্ষেত্রে Grade-l, Grade-ll SHG members/trained Dais/ Link Workers-দের অগ্রাধিকার দেওয়া হবে।যোগ্যতা সম্পর্কে আরও বিশদে জানতে চাকরিপ্রার্থীদের মালদার সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
ASHA Workers jobs 2021: বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST চাকরিপ্রার্থীদের জন্য এই বয়সসীমা ২২-৪০ বছর। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের www.malda.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সরকারি নিয়ম মেনে দেওয়া হতে পারে বয়সের ক্ষেত্রে ছাড়।
ASHA Workers Recruitment: কীভাবে করবেন আবেদন ?
আশাকর্মী পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে উপযুক্ত যোগ্যতার প্রমাণপত্র সহযোগে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে পাঠাতে হবে।আগামী ১৪ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র। একবার অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে পাঠানো হলে একটি সিস্টেম জেনারেটেড স্লিপ পাঠানো হবে আপনাকে। এর মধ্যে থেকে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠাবে কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখ ও স্থান ও সময় অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
Official website of District Health & Family Welfare Samiti, Malda — www.malda.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI