Job News: ব্যাঙ্ক অফ বরোদায় রয়েছে কাজের সুযোগ। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানানো যাবে। bankofindia.bank.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানানো যাবে। এই নিয়োগের মাধ্যমে ৪০০ শূন্যপদ পূরণ করবে ব্যাঙ্ক অফ বরোদা। ২৫ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হওয়া প্রয়োজন
আবেদনকারীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে যেকোনও পরিচিত, স্বীকৃত এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে। অথবা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে যার অনুমোদন দেবেন কেন্দ্র সরকার। স্নাতক পাশ করতে হবে ০১/০৪/২০২১ এবং ০১/১২/২০২৫ - এই সময়ের মধ্যে।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। ০২/১২/১৯৯৭- এর আগে আবেদনকারীদের জন্ম হলে চলবে না। আবার ০১/১২/২০০৫- এর পরে জন্ম হলেও চলবে না।
অ্যাপ্লিকেশন ফি
সংরক্ষণ ছাড়া যে আবেদনকারীরা রয়েছেন, তাঁদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৮০০ টাকা। এর সঙ্গে দিতে হবে জিএসটি। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা আবেদনকারীদের দিতে হবে ৬০০ টাকা এবং জিএসটি। বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ৪০০ টাকা এবং জিএসটি। অনলাইন মাধ্যমেই কেবলমাত্র টাকা দেওয়া যাবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে
অনলাইনে লিখিত পরীক্ষা হবে। এছাড়াও হবে স্থানীয় ভাষার পরীক্ষা। লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। ১০০ নম্বরের পরীক্ষা হতে চলেছে এটি। চারটি ভাগে থাকবে প্রশ্নপত্র। সেখানে থাকবে General/ Financial Awareness, English language, Quantitative and Reasoining Aptitude এবং Computer Knowledge - এইসব বিষয়ের প্রশ্ন। মোট ৯০ মিনিটের পরীক্ষা হতে চলেছে এটি। অনলাইনের এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে স্থানীয় ভাষার পরীক্ষা দেওয়া যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে যুক্ত হওয়া যাবে অ্যাপ্রেন্টিস পদে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI