পটনা : একদিকে নিয়োগের দাবিতে তোলপাড় বাংলা। চাকরি চেয়ে দিনের পর দিন পথে চাকরিপ্রার্থীরা। আজই মুখে কালি মেখে, নিজেদের প্রতীকী চাবুক মেরে প্রতিবাদ জানাতে দেখা গেছে চাকরিপ্রার্থীদের। এদিকে, পড়শি রাজ্য বিহারে প্রচুর নিয়োগ দেখা গেল। ৭০ দিনের মধ্যে শিক্ষক পদে চাকরি পেলেন ২ লক্ষ বিহারবাসী। প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার চাকরি এবং দ্বিতীয় দফায় ৯৬ হাজার জন চাকরি পেলেন শিক্ষক পদে। এত সংখ্যক শিক্ষক একযোগে নিয়োগের জেরে সরকারি স্কুলগুলিতে পূরণ হবে শিক্ষকের চাহিদা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দাবি, এটা ঐতিহাসিক, ভারত কেন পৃথিবীর কোনও দেশ একসঙ্গে এত সরকারি চাকরি দেয়নি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে নজর দিয়েছে বিহার সরকার। সরকার শুধুমাত্র শিক্ষক নিয়োগ করেই থেমে থাকেনি, স্কুলের প্রাথমিক পরিকাঠামোরও উন্নয়ন ঘটানো হয়েছে।


সরকারি তথ্যের দিকে নজর রাখলে, প্রথম দফায় বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরিচালনায় শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। গত বছর ২ নভেম্বর, ১ লক্ষ নিয়োগপত্র বিতরণ করে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করা হয়েছিল। ওই দিনেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শিক্ষা আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, দ্বিতীয় দফার পরীক্ষা তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করুন। এরপর ১৩ জানুয়ারি, ৯৪ হাজার শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হল। 


এদিকে, এত সংখ্যক শিক্ষক নিয়োগের জেরে, বিহারে ছাত্র-শিক্ষকের অনুপাতের মান উন্নত হয়েছে । এই মুহূর্তে সেই অনুপাত দাঁড়িয়ে ১:৩৫-এ। যা জাতীয় ছাত্র-শিক্ষক অনুপাতের প্রায় সমান। জাতীয় স্তরে এই অনুপাত ১:৩৮। ২ লক্ষ শিক্ষক নিয়োগের আগে বিহারে এই অনুপাত ছিল ১:৪৫। ২০০৫ সালে বিহারে এনডিএ সরকার গঠনের পর সেই অনুপাত দাঁড়িয়েছিল ১:৬৫-এ।


সবথেকে তাৎপর্যের বিষয় হল, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের মতো অন্য রাজ্য থেকেও চাকরিপ্রার্থীরা বিহারে শিক্ষক নিয়োগের পরীক্ষা দেন। তাতে তাঁরা সাফল্যও পান। যা নিয়েও সে রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়।


এদিকে এরাজ্যে চাকরি চেয়ে দিনের পর দিন পথে আন্দোলনে চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় ৫০০ দিনে পড়েছে প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন। আজ মুখে কালি মেখে, নিজেদের প্রতীকী চাবুক মেরে প্রতিবাদ জানান তাঁরা। ১০ বছরের বঞ্চনা, মানছি না মানব না, স্লোগান তুলে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


Education Loan Information:

Calculate Education Loan EMI