Border Security Force Jobs 2022: সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশকে রক্ষা করার দায়িত্ব নিতে চাইলে এটাই সেরা সময়। বর্তমানে বর্ডার সিকিউরিটি ফোর্সে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর-সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে পারেন।


​​BSF Jobs 2022: আবেদনের শেষ তারিখ কবে ?
এই আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের 08 জুন 2022-এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। সেই অনুযায়ী আবেদনের আর মাত্র কয়েক দিন বাকি। এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট bsf.gov.in -  এ গিয়ে Border এই পদগুলির জন্য আবেদন করতে পারেন।


BSF Jobs 2022: মোট কতগুলি পদে হবে নিয়োগ ?


Sub Inspector (Work) - 57 posts


Junior Engineer (Electrical) - 32 posts


Inspector (Architect) - 01 post


Border Security Force Jobs 2022: শিক্ষাগত যোগ্যতা


ইন্সপেক্টর পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেখানে সাব ইন্সপেক্টর পদে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। অন্যদিকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদটিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা লাগবে।


BSF Jobs 2022: বয়স সীমা


বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের বেশি হওয়া উচিত নয়। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। 


Border Security Force Jobs 2022: আবেদন ফি
সাধারণ শ্রেণির প্রার্থী, ওবিসি ও ইডব্লিউএসদের নিয়োগের জন্য 200 টাকা আবেদনের ফি বাবদ জমা দিতে হবে। অন্য সকল শ্রেণির প্রার্থীদের কোনও ধরনের ফি দিতে হবে না।


BSF Jobs 2022: এইভাবে আবেদন করুন


1 প্রার্থীরা প্রথমে bsf.gov.in -  এ সীমান্ত নিরাপত্তা বাহিনীর অফিশিয়াল সাইটে যান। 
2 এবার হোমপেজে যান ও ক্যারিয়ার বিভাগে দেখে নিন।
 
3 পরে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।


4 এখানে সব বিবরণ পেয়ে যাবেন 


আরও পড়ুন : Railway Recruitment 2022: রেলে চাকরি করতে চান ? ৫৫০০টিরও বেশি পদে হচ্ছে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI