FSSAI Jobs 2021: বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ম্যানেজার, ফুড অ্যানালিস্ট, টেকনিক্যাল অফিসারের মতো বিভিন্ন পদে নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা এ ধরনের ২৫৪ টি পদের জন্য অনলাইনে ৭ নভেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।


বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। তাদের সরকারি ওয়েবসাইটে https://fssai.gov.in-এ এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তি হবে যোগ্য প্রার্থীদের বাছাই। 


গুরুত্বপূর্ণ তারিখগুলি


 
অনলাইন আবেদন শুরু হয়েছে ৮ অক্টোবর, ২০২১ থেকে। আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর, ২০২১। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ৭ নভেম্বর, ২০২১। নিয়োগ পরীক্ষার তারিখ এখনও স্থির হয়নি। 


যে পদগুলিতে নিয়োগ হবে


প্রিন্সিপাল ম্যানেজার- পদ একটি
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর- পদ ১৫ টি
ডেপুটি ম্যানেজার- পদ ৬ টি
ফুড অ্যানালিস্ট- পদ ৪ টি
টেকনিক্যাল অফিসার-পদ ১২৫ টি
সেন্ট্রাল ফুড সেফটি অফিসার- পদ ৩৭ টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি)-পদ ৪ টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- পদ ৪ টি
অ্যাসিস্ট্যান্ট-   পদ ৩৩ টি
হিন্দি অনুবাদক- পদ ১ টি
পার্সোনাল অ্যাসিস্ট্য়ান্ট-পদ ১৯ টি
আইটি অ্যাসিস্ট্যান্ট- পদ ৩ টি
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- পদ ৩ টি


শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা


বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীদের ডিগ্রি ও ডিপ্লোমা থাকতে হবে। বয়সসীমার বিষয়টিও পৃথকভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  চাইলে ডাউনলোড করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যেতে পারে। 


অ্যাপ্লিকেশন ফি


সাধারণ, ওবিসি ও ইডব্লুএস শ্রেণীভূক্ত প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি  ১৫০০ টাকা। এসটি, এসটি, শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার ও মহিলাদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। 


কীভাবে আবেদন


আগ্রহী প্রার্থীদের প্রথমে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-এর অফিসিয়াল ওয়েবসাইট https://fssai.gov.in –এ যেতে হবে। ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকসনে গেলে একটি নোটিফিকেশন আসবে। এতে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে। সেই সঙ্গে পাওয়া যাবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক। বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুসারে ওই অ্যাপ ফর্ম পূরণ করতে হবে। 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI