CBSE Students: নিট নিয়ে বিতর্ক চলছে। প্রশ্নপত্র ফাঁস, অনিয়মের অভিযোগ উঠেছে, এমনকী সুপ্রিম কোর্টও এই অনিয়মের জবাব চেয়েছে এনটিএর কাছে। এরই মাঝে নতুন সতর্কতা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরফে সিবিএসই (CBSE Warning)। গত সোমবার পড়ুয়া এবং অভিভাবকদের একটি বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করেছে সিবিএসই। সিলেবাস, নমুনা প্রশ্নপত্র, স্টাডি মেটেরিয়াল নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে রয়েছে অনলাইন মাধ্যমে, তা থেকে বিভ্রান্ত না হওয়ার উপায় হিসেবে পড়ুয়াদের সতর্ক করেছে সিবিএসই। এর পাশাপাশি এমন সব ওয়েবসাইট যেগুলিতে ভুয়ো তথ্য ছড়ানো হয়, তা থেকে দূরে থাকতে বলা হয়েছে পড়ুয়াদের।


সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE Warning) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, 'এটা আমাদের নজরে এসেছে বেশ কিছু অনলাইন পোর্টাল এবং ওয়েবসাইট তারা ভুয়ো লিঙ্ক, বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দিচ্ছে পড়ুয়াদের মধ্যে। এমনকী নমুনা প্রশ্নপত্র, সিলেবাস, স্টাডি মেটেরিয়াল অন্যান্য যা কিছু কাজকর্ম তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ নিয়ে এই সমস্ত ওয়েবসাইটে দাবি করা হচ্ছে যে আপডেটেড তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু তা আদপেই ভুয়ো।'


সাধারণ মানুষের (CBSE Warning) জন্য আমরা একথাই বারবার জোর দিয়ে বলতে চাই, অননুমোদিত কোনও উৎস থেকে পাওয়া তথ্য বিভ্রান্তিকর হতে পারে। স্কুল, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবক সহ অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য অপ্রয়োজনীয় বিভ্রান্তির কারণ হতে পারে।


কিছুদিন আগেই থিওরিটিকাল এবং প্রাক্টিক্যাল পরীক্ষায় (CBSE Warning) ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যে অসঙ্গতি চোখে পড়ায়, এই পরীক্ষাগুলিকে (CBSE Advisory) যথাযথভাবে মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। সিবিএসই জানিয়েছে যে, উন্নত AI সরঞ্জাম ব্যবহার করে আগের বছরের ফলাফলের উপর ভিত্তি করে প্রায় ৫০০টি সিবিএসই-অধীন স্কুলে ৫০ শতাংশ বা তারও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে থিওরিটিক্যাল ও প্র্যাক্টিক্যাল নম্বরের মধ্যে পার্থক্য রয়েছে।


দশম ও দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা (CBSE Warning) হওয়ার কথা আগামী ১০ জুলাই থেকে। দ্বাদশ শ্রেণির জন্য এই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে ১৫ জুলাই একদিনেই। অন্যদিকে দশম শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা ১৫ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ২২ জুলাই।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jobs And Recruitments: স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? কবে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে?


Education Loan Information:

Calculate Education Loan EMI