নয়াদিল্লি: এবার দশম শ্রেণিতে বছরে দু'বার পরীক্ষা নেবে CBSE। সিদ্ধান্তের কথা স্পষ্ট করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। ২০২৬ থেকে কার্যকর হবে নতুন নিয়ম। পরীক্ষা নিয়ামক জানিয়েছেন, সিদ্ধান্ত অনুমোদন করেছে CBSE। প্রথম ধাপের পরীক্ষা বাধ্যতামূলক, দ্বিতীয় ধাপের পরীক্ষা ঐচ্ছিক। প্রথমবারের পরীক্ষার ফল প্রকাশ হবে এপ্রিলে। দ্বিতীয় ধাপের ফল বেরোবে জুনে। বোর্ডের তরফে জানানো হয়েছে, স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ন এক বারই হবে।

CBSE জানিয়েছে, প্রথম ধাপের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয় দফার পরীক্ষা হবে মে মাসে। মে মাসের পরীক্ষাটা ঐচ্ছিক। যাঁরা নিজেদের আরও উন্নত করতে চায়। তাঁরা এই পরীক্ষায় বসতে পারে। জাতীয় শিক্ষা নীতির নিয়ম মেনেই এই নয়া বিধি চালু করছে CBSE। CBSE- র পরীক্ষা নিয়ামক সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, "প্রথম পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, দ্বিতীয়টি হবে মে মাসে। পরীক্ষার ফল প্রকাশ হবে যথাক্রমে এপ্রিল এবং জুনে। প্রথম ধাপ বাধ্যতামূলক হলেও, দ্বিতীয় পরীক্ষা হবে ঐচ্ছিক। পরীক্ষার দ্বিতীয় ধাপে বিজ্ঞান, অঙ্ক, সমাজ বিজ্ঞান এবং ভাষা বিভাগের যে কোনও তিনটি বিষয়ে নিজেদের উন্নতির জন্য পরীক্ষায় বসতে পারে। অ্যাকাডেমিক সেশনে স্কুলের তরফে অভ্যন্তরীণ মূল্যায়ন হবে একবারই। গত ফেব্রুয়ারি মাসে বছরে দুবার পরীক্ষা নেওয়ার এই প্রস্তাব দিয়েছিল CBSE। সংশ্লিষ্ট সব মহলের মতামত নেওয়ার পর, CBSE জানিয়েছে, ২০২৬ সাল থেকেই এই নিয়ম কার্যকর হবে। 

এই প্রস্তাব পেশের সময়ই শিক্ষামন্ত্রকের আধিকারিক জানান, 'শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের উপর থেকে চাপ কমানোর জন্য এই উদ্যোগ মূলত নেওয়া হয়েছে। বছরে একবার পরীক্ষা পদ্ধতি বাতিল করে একাধিকবার পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে। যাতে তারা নিজেদের উন্নত করা এবং মূল্যায়নের জন্য যথেষ্ট সময় পায়। পড়ুয়াদের সুযোগ দেওয়ার মাধ্যমে CBSE একটি সাপোর্টিভ লার্নিং সিস্টেম চালু করার কথা ভাবছে। শুধু মুখস্থবিদ্যা নয়, প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে তা আত্মস্থ করার দিকে জোর দিচ্ছে বোর্ড।'

মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের পর রেজাল্টে বদল এসেছে। প্রথম দশে ছিল ৬৬ জন। এখন বেড়ে হয়েছে ৭৫। স্ক্রুটিনিতে ১০ হাজারের বেশি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। রিভিউয়ের পর নম্বর বদল হয়েছে ১ হাজার ১৮২টি উত্তরপত্রে। মেধা তালিকায় চতুর্থ স্থান একজন উঠে এসেছে দ্বিতীয় স্থানে। নতুন করে ৯ জন ঢুকলেন মাধ্যমিকের মেধা তালিকায়। মেধা তালিকায় চারজনের অবস্থান বদল হয়েছে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI