CBSE Class 10 and 12 Board Exam 2025 Date: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন - সিবিএসই (CBSE) আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির (CBSE Class 10 And 12 Exam 2025 Dates) পরীক্ষায় সময়সূচি প্রকাশ করেছে। সিবিএসই - এর অফিশিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) থেকে এই সময়সূচি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ এবং দশম পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ, ২০২৫ তারিখে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। সব দিন পরীক্ষা শুরু হবে সকালে ১০টা ৩০ মিনিট থেকে। সিবিএসই- র তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট বা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে তার প্রশ্ন, নম্বর এবং সময়ের উপর এই সময়সীমা নির্ভর করবে। বিস্তারিত বিবরণ সমেত পরীক্ষার সময়সূচি সিবিএসই- র অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। 


সিবিএসই- র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার বসার জন্য পরীক্ষার্থীদের ৭৫ শতাংশ উপস্থিতি রাখতে হবে। বিশেষ ক্ষেত্রে থাকতে পারে ছাড়। পরীক্ষা শুরুর প্রায় ৮৬ দিন আগে সময়সূচি প্রকাশ করেছে সিবিএসই। আগের বারের তুলনায় ২৩ দিন আগে সময়সূচি প্রকাশ্যে এনেছে সিবিএসই কর্তৃপক্ষ। ভারত এবং বিদেশের প্রায় ৮০০০ স্কুলের প্রায় ৪৪ লক্ষ পড়ুয়া আগামী বছর সিবিএসই- র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি হবে এন্টারপ্রিনিওরশিপ পেপারের পরীক্ষা। আর শেষদিন অর্থাৎ ৪ এপ্রিল হবে সাইকোলজির পরীক্ষা। অন্যদিকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি (কমিউনিকেটিভ এবং ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার) দিয়ে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। আর শেষদিন পরীক্ষা থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। 


সিবিএসই দশম শ্রেণির বিজ্ঞানের পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে। সোশ্যাল সায়েন্সের পরীক্ষা হবে ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে। হিন্দি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। আর অঙ্ক পরীক্ষা হবে ১০ মার্চ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 



Education Loan Information:

Calculate Education Loan EMI