নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিষয় প্রকাশ করল। সম্প্রতি এএনআই সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির জন্য ৭৫টি এবং দ্বাদশ শ্রেণির জন্য ১১৪টি বিষয় নির্ধারিত করা হয়েছে তাদের পক্ষ থেকে। পাশাপাশি তারা এটাও ঘোষণা করেছে যে, এই সংখ্যক বিষয় নিয়ে যদি পরীক্ষা হয়, তাহলে ৪৫ থেকে ৫০ দিন সময় লাগবে পরীক্ষা নিতে। তাই সিবিএসই তাদের অন্তর্ভুক্ত দেশের এবং বিদেশের স্কুলগুলিকে এই ডেটা শিট পাঠিয়েছে পরীক্ষার দিন ঠিক করে নেওয়ার জন্য।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করবে, এমন খবর পাওয়া যায় বিভিন্ন মাধ্যম সূত্রে। যদিও এই দিনক্ষণ একেবারেই 'ভুয়ো' এমনটাই জানান হয়েছিল সিবিএসই বোর্ডের তরফে। টুইট করে সিবিএসই জানায়, "সম্প্রতি সিবিএসই-র নজরে এসেছে যে, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য আগামী ২০২১ সালের আসন্ন টার্ম ১ পরীক্ষার একটি জাল তারিখপত্র প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে স্পষ্টত জানান হচ্ছে যে বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।" যদিও সিবিএসই জানিয়ে দিয়েছিল টার্ম ওয়ান পরীক্ষা প্রথম ভাগে নিতে হবে। ১১.৩০ এ শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর ১টার মধ্যে। পড়ুয়ারা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে প্রশ্নপত্র পড়ে নেওয়ার জন্য। সিবিএসই বোর্ড এবছর পরীক্ষা দুটি ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টার্ম ১ ও ২। এই সেশনে ৫০ শতাংশ সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কবে থেকে শুরু হবে তা এখনও জানান হয়নি। কবে জানান হবে সে বিষয়েও আলোকপাত করেনি বোর্ড।
আরও পড়ুন - CBSE Date Sheet 2022: প্রকাশিত CBSE বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির Term-1 পরীক্ষার দিনক্ষণ, কবে থেকে শুরু?
Education Loan Information:
Calculate Education Loan EMI