CBSE Examination: হোলির দিন পরীক্ষা দিতে যেতে না পারলে আবারও সুযোগ দেবে বোর্ড !

CBSE Examination 2025: তিনমাস আগে সিবিএসই বোর্ড তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। এতদিন আগে পরীক্ষার দিনক্ষণ ঘোষণার উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীরা যাতে ভালভাবে পড়াশোনা করতে পারেন।

Continues below advertisement

CBSE Examination: হোলি উপলক্ষ্যে ১৫ মার্চ দ্বাদশ শ্রেণির যেসব ছাত্ররা পরীক্ষায় বসবেন না, তাঁরা দ্বিতীয়বার সুযোগ পাবেন। সিবিএসই কর্তৃপক্ষ তেমনটাই জানিয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সম্প্রতি দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই সুখবর জানিয়েছে। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার সিবিএসই বোর্ড ঘোষণা করেছে হোলির কারণে আগামী ১৫ মার্চ যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৫ মার্চ হিন্দি ভাষার বোর্ডের পরীক্ষা রয়েছে।  

Continues below advertisement

তিনমাস আগে সিবিএসই বোর্ড তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। এতদিন আগে পরীক্ষার দিনক্ষণ ঘোষণার উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীরা যাতে ভালভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিতে পারেন। তিনমাস আগেই ঘোষণা করা হয়েছিল যে দ্বাদশ শ্রেণির হিন্দি কোর (৩০২) এবং হিন্দি ঐচ্ছিক (০০২)- এর পরীক্ষা ১৫ মার্চ হবে। সিবিএসই বোর্ড জানতে পেরেছে যে দেশের বেশিরভাগ সময়েই ১৪ মার্চ হোলি উৎসব পালন করা হবে। তবে কিছু জায়গাতে ১৫ মার্চ হোলি উৎসব পালন হবে। এছাড়াও ১৪ মার্চের অনুষ্ঠানের রেশও থাকতে পারে ১৫ মার্চেও। আর সেই জন্যই পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সিবিএসই বোর্ড। ১৫ মার্চ যাঁরা পরীক্ষা দিতে পারবেন না, তাঁদের আবারও পরীক্ষায় বসতে দেওয়া হবে। 

বৃহস্পতিবার সিবিএসই বোর্ড একটি সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে জানিয়েছে যে ১৫ মার্চ হিন্দি- র পরীক্ষার পূর্ব নির্ধারিত সময়েই হবে। তবে হোলির কারণে যাঁদের পরীক্ষা দিতে আসতে অসুবিধা হবে, তাঁরা অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিতে পারেন। যাঁরা ১৫ মার্চ পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের বিশেষ পরীক্ষায় শামিল হওয়ার সুযোগ দেওয়া হবে। জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের খেলায় অংশগ্রহণকারীদের জন্য সিবিএসই বোর্ড পরীক্ষার বিশেষ ব্যবস্থা করবে। সেই পরীক্ষাতেই বসতে পারবেন হোলির কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকা ছাত্রছাত্রীরা। 

সিবিএসই- তে দশম ও দ্বাদশ শ্রেণিতে প্রায় ৪৪ লক্ষ পড়ুয় পরীক্ষা দেবেন। ভারত এবং বিদেশের ৮ হাজার স্কুলে চলবে পরীক্ষা। সিবিএসই- র এই পরীক্ষা শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি। আর তা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সব দিন পরীক্ষা শুরু হবে সকালে ১০টা ৩০ মিনিট থেকে। সিবিএসই- র তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট বা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে তার প্রশ্ন, নম্বর এবং সময়ের উপর এই সময়সীমা নির্ভর করবে। দশম পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ, ২০২৫ তারিখে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। 

তথ্যসূত্র- আইএএনএস 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola