CBSE Board Exams: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য নিয়মে বড় বদল আনল সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার থেকে এই নিয়ম না মানলে পড়ুয়ারা বোর্ড পরীক্ষায় বসতে পারবেন না। উপস্থিতির হার নিয়ে বড় ঘোষণা করেছে সিবিএসই। জানানো হয়েছে যে এবার থেকে বোর্ড পরীক্ষায় বসতে হলে পড়ুয়াদের ৭৫ শতাংশ উপস্থিতির হার বাধ্যতামূলক। দেশের সমস্ত স্কুলকে এই নির্দেশিকা জারি করে তা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে সিবিএসই। পরীক্ষার জন্য ভর্তির পরেও অনেক স্কুলই এতদিন শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে অবহেলার ঘটনা পর্যবেক্ষণ করেছে এবং এই পরিস্থিতি বিচার করে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
কোনও অনিয়ম পাওয়া গেলে স্কুলের রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে
সিবিএসই কর্তৃক জারি করা স্পষ্ট নির্দেশিকায় বলা হয়েছে যে স্কুলগুলিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত আপডেট করা উচিত এবং স্কুলগুলিকে সময়ে সময়ে বোর্ড প্রতিনিধির পরিদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই পরিদর্শনের সময় কোনও অসঙ্গতি পাওয়া গেলে স্কুলের রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। একইসঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং তাদের পরীক্ষা থেকে বঞ্চিত করা হতে পারে।
একটি শর্তে মিলবে ছাড়
পরীক্ষা নিয়ন্ত্রক ড. সন্যম ভরদ্বাজ একটি বিবৃতি জারি করে জানিয়েছেন যে ৭৫ শতাংশের কম উপস্থিতির হার যে শিক্ষার্থীদের তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তবে এও জানানো হয়েছে যে বিশেষ পরিস্থিতিতে উপস্থিতির ক্ষেত্রে ২৫ শতাংশের ছাড় থাকবে। এর মধ্যে রয়েছে মেডিক্যাল কারণ, জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ, বা অন্য কোনও গুরুতর কারণ।
এই ছাড় পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি জমা করতে হবে
এই ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের এই ছাড় পেতে হলে প্রয়োজনীয় নথি জমা করতে হবে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে এই ছাড় তখনই দেওয়া হবে যখন স্কুল সেই পরিস্থিতির সত্যতা প্রমাণ করবে এবং সময়মত বোর্ডের কাছে নথি জমা করবে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্কুলগুলিকে আরও জানিয়েছে যে যদি কোনও শিক্ষার্থী ক্রমাগত অনুপস্থিত থাকে, তাহলে তাঁর অভিভাবকদের চিঠি বা ইমেলের মাধ্যমে কারণ জানতে চাইতে হবে। শিক্ষাবিদরা অনেকেই মনে করছেন যে এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI