সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বড় সতর্কতা জারি করা হয়েছে। বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে যে সম্প্রতি কিছু অননুমোদিত ও ভুয়ো প্ল্যাটফর্ম শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করছে। এই প্ল্যাটফর্মগুলিতে জাল মার্কশিট, জাল সার্টিফিকেট, রেকর্ড সংশোধন সম্পর্কিত ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে বিশ্বাস করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সামিল, এতে আর্থিক ক্ষতিও হচ্ছে এবং আইনি সমস্যার কারণও হতে পারে পরে।
সিবিএসই জোর দিয়ে বলেছে যে বোর্ড সম্পর্কিত সমস্ত অফিসিয়াল তথ্য কেবলমাত্র সিবিএসই ও আঞ্চলিক অফিসগুলির অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। ডুপ্লিকেট মার্কশিট, সার্টিফিকেট বা মার্কশিট সংশোধন ইত্যাদি, শিক্ষার্থী এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনও পরিষেবা কেবলমাত্র সরকারি অফিসিয়াল চ্যানেলগুলিতেই দেওয়া হয়ে থাকে। অতএব শিক্ষার্থী এবং অভিভাবকদের কোনও অজানা ওয়েবসাইট, সংস্থা বা সোশ্যাল মিডিয়া পেজে বিশ্বাস করা উচিত নয়। ভুয়ো ওয়েবসাইট ও ব্যক্তিদের শিকারে পড়া কেবল আপনার আর্থিক ক্ষতি করবে এমন নয়, কখনও কখনও আইনি জটিলতাতেও ফেলতে পারে আপনাকে।
ক্রমবর্ধমান জালিয়াতির ঘটনায় সতর্ক হয়েছে বোর্ড
সাম্প্রতিক অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ডুপ্লিকেট মার্কশিট বা সার্টিফিকেট দেওয়ার নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অনেক জায়গায় কিছু লোককে দাবি করতে দেখা গিয়েছে যে তারা বোর্ডের সঙ্গে যুক্ত এবং শর্টকাট পদ্ধতিতে তারা শিক্ষার্থীদের নথি সরবরাহ করতে পারে। অত্থচ বাস্তবতা হল সিবিএসই এই ধরণের কোনও বহিরাগত এজেন্ট বা প্ল্যাটফর্মের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বোর্ড স্পষ্টভাবে বলেছে যে কেবলমাত্র cbse.gov.in ওয়েবসাইট এবং আঞ্চলিক অফিসগুলি থেকে অফিসিয়াল তথ্য পাওয়া উচিত।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে শিক্ষার্থী এবং অভিভাবকদের কোনওরকম গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে। যদি কোনও বিষয়ে কোনও সন্দেহ থাকে, তাহলে বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে সরাসরি যোগাযোগ করুন অথবা বোর্ডের ওয়েবসাইটে নজর রাখুন।
সম্প্রতি বেশ কিছু বদল আনার কথা জানিয়েছে সিবিএসই। একাদশ ও দ্বাদশের সিলেবাসে লিগাল স্টাডিজের অধীনে ধারা ৩৭৭, তিন তালাকের মত বিষয় যোগ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া নবম শ্রেণির পরীক্ষায় ওপেন বুক এক্সাম নীতি চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে বোর্ডের তরফে। তাছাড়া জানানো হয়েছে যে তিনটির বেশি বিষয়ে কোনও পরীক্ষায় কোনও শিক্ষার্থী অকৃতকার্য হলে তাঁকে আর পরের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না বলেই জানিয়েছে সিবিএসই। এই ধরনের শিক্ষার্থীদের ‘রিকোয়ার্ড রিপিটেশন’ বিভাগে রাখা হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI