Central Bank of India Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India) ফ্যাকাল্টি-সহ একাধিক পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন (Online Application) জানাতে পারবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে centralbankofindia.co.in - এই ওয়েবসাইটে গিয়ে। ফ্যাকাল্টি, অফিস অ্যাসিসট্যান্ট এবং ওয়াচম্যান কাম গার্ডেনার - এইসব পদে নিয়োগ করা হবে। 


কোন পদে আবেদনের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন 



  • ফ্যাকাল্টি- এই পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীকে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করতে হবে। 

  • অফিস অ্যাসিসট্যান্ট- আবেদনকারীদের স্নাতক পাশ করতে হবে। BSW/BA/B.Com - এই বিষয়ে স্নাতক পাশ করতে হবে। থাকতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান। এছাড়াও অ্যাকাউন্টিং বিষয়ে একদম সাধারণ জ্ঞান থাকা জরুরি। 

  • ওয়াচম্যান কাম গার্ডেনার- সপ্তম শ্রেণি পাশ করলেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। 


২২ থেকে ৪০ বছর বয়সীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 


নিয়োগ প্রক্রিয়া, যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়ার জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন/প্রেজেন্টেশন। যোগ্য প্রার্থীদের পরবর্তী পর্যায়ে ব্যক্তিগত ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এরপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। চুক্তি ভিত্তিক ভাবে নিয়োগ করা হবে এই আবেদনকারীদের। এক বছরের জন্য চুক্তি করে নিয়োগ করা হবে আবেদনকারীদের। 


অন্যদিকে চাকরি প্রার্থীদের নজর রয়েছে এসবিআই পিও নোটিফিকেশনের দিকে। স্টেট ব্যাঙ্ক অবশ্য প্রবিশনারি অফিসারের পদে নিয়োগের জন্য এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে অনুমান দ্রুত এই নোটিফিকেশন প্রকাশিত হবে। তখনই জানা যাবে এবছর স্টেট ব্যাঙ্ক প্রবিশনারি অফিসার পদে কতজনকে নিয়োগ করবে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন, কীভাবে আবেদন করা যাবে এবং অন্যান্য যাবতীয় খুঁটিনাটি তথ্য। 


আরও পড়ুন- NABARD সংস্থায় দশম পাশেই চাকরির সুযোগ; কোন বিভাগে, কত শূন্যপদ ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI