Job News: সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। RRC CR- এর অফিশিয়াল ওয়েবসাইট rrccr.com- এর মাধ্যমে আবেদন করা যাবে। যাঁরা এখনও রেজিস্ট্রেশন করেননি, তাঁরা আবেদন করে নিন, হাতে আর সময় বেশি নেই। এই নিয়োগের মাধ্যমে ২৪১৮টি শূন্যপদে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।
আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা এর সমতুল্য কোনও পরীক্ষায় (১০+২ এক্সামিনেশন সিস্টেমের নীচে থাকা পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীদের। আর দশম শ্রেণি বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে স্বীকৃত বোর্ড থেকে।
সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য কীভাবে আবেদন করতে হবে
- প্রথমে RRC CR- এর ওয়েবসাইটে যেতে হবে যা পাওয়া যাবে rrccr.com এখানে।
- এরপর হোমপেজে থাকা Central Railway Apprentice Recruitment 2025 লিঙ্কে ক্লিক করতে হবে।
- এবার একটা নতুন পেজ খুলে যাবে আপনার স্ক্রিনে। সেখানে আবেদনকারীকে রেজিস্টার করতে হবে।
- একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে ভালভাবে দেখেশুনে।
- এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। তারপর সাবমিট বাটনে ক্লিক করে জমা দিন অ্যাপ্লিকেশন ফর্ম।
- সব শেষে ডাউনলোড করে নিন পেজ। ভবিষ্যতের প্রয়োজনে এক কপি প্রিন্ট আউটও নিয়ে রাখতে পারেন।
অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনিফায়েড পীন্ট ইন্টারফেস (ইউপিআই), মোবাইল ওয়ালেটের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। যাবতীয় তথ্য দেওয়া যাবে স্ক্রিনে। তা দেখে পেমেন্ট করলেও চলবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, মহিলা আবেদনকারীদের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে।
আবেদনকারীদের মেধা তালিকা তৈরি হবে তাঁরা দশম শ্রেণিতে কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে। ন্যূনত ৫০ শতাংশ পেতে হবে মোট নম্বরের ভিত্তিতে। এর সঙ্গে যে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম করবেন তার আইটিআই মার্কসও গ্রাহ্য করা হবে। দশম শ্রেণি এবং আইটিআই- তে প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতেই তৈরি হবে আবেদনকারীদের চূড়ান্ত মেধাতালিকা।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI