Job News: রেলে চাকরির স্বপ্ন দেখছেন যারা তাদের জন্য সুখবর রয়েছে। সেন্ট্রাল রেলওয়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগের সুযোগ আপনার জন্য দুর্দান্ত হতে পারে। রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ পদের জন্য ২৪১৮ জন কর্মী নিয়োগ (Job News) করা হবে। ফলে এটি সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীরা ১২ অগাস্ট ২০২৫ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে, আর এই আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। এই দিন বিকেল ৫টা পর্যন্ত আবেদন (Railway Recruitment) করা যাবে। আবেদন করা যাবে সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইট www.rrccr.com –এ। অনলাইন মোডে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দশম বা দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা এনটিসি সার্টিফিকেট থাকা দরকার।

কারা করতে পারবেন আবেদন

শিক্ষানবিশ পদে আবেদনকারী প্রার্থীদের বয়স কমপক্ষে ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। আবেদনকারী এসসি বা এসটি শ্রেণির অন্তর্ভুক্ত হলে বয়সের উর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে। একইসঙ্গে ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবেন।

আবেদনের ফি কত দিতে হবে

শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীকে ১০০ টাকা আবেদনের ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণি এবং মহিলা প্রার্থীদের জন্য ফি দিতে হবে না। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে সমস্ত প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ দিন

আবেদন শুরু হয়েছে বিগত ১২ অগাস্ট ২০২৫ থেকে

আবেদন শেষ হবে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টায়।

এছাড়াও প্যারামেডিকেল ক্যাটাগরির জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আলাদা করে নিয়োগ করছে। regional RRBs- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ৯ অগাস্ট থেকে শুরু হয়েছে আবেদন, ৮ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। এই পদের জন্য সমস্ত আবেদনকারীদের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI