বারাণসী : কাশীর ভগবান কালভৈরব । তাঁকে বলা হয় বিশ্বনাথের শহরের নগর কোতওয়াল। তিনি একেবারের অন্যরূপে আজ হাজির ভক্তমহলে।
দেবতার মাথায় একটি পুলিশ টুপি, বুকে একটি ব্যাজ, বাম হাতে একটি রৌপ্য লাঠি এবং ডান হাতে একটি রেজিস্টার। কাল ভৈরবের নতুন 'লুক' সম্পর্কে খবর ছড়িয়ে পড়ে। এতে ভক্ত সমাগম হতে শুরু করে মন্দিরে। ভক্তদের মনে হয়, "বাবা যদি খাতা-কলম নিয়ে বসে থাকেন, তাহলে কারও অভিযোগ অগোচরে থেকে যাবে না"
মানুষের বিশ্বাস, অতিমারী সঙ্কটেও ত্রাতা হবেন কাল ভৈরব। মন্দিরের মহন্ত অনিল দুবে বলেন, প্রথমবার দেবতাকে পুলিশের ইউনিফর্ম দেওয়া হয়েছে। দেখুন এক ভক্তের করা ট্যুইট।
মহন্ত আরও জানান, "করোনাভাইরাস সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য বিশেষ পুজো করা হয়েছে। বাবাকে সবার প্রতি কৃপা করার জন্য অনুরোধ করা হয়েছে...রাজ্য ও দেশে সুখ-সমৃদ্ধি আসুক। মানুষ সুস্থ থাকুক, কেউ যেন দুর্দশায় না থাকে। ভক্তরা বিশ্বাস করেন যে কাল ভৈরবের অনেক রূপ রয়েছে এবং পুলিশ অবতারে তিনি অন্যায়কারীদের শাস্তি দেবেন।
প্রেমকান্ত তিওয়ারি নামে একজন ভক্ত বলেন, "বাবা কাল ভৈরব হলেন কাশীর কোতওয়াল এবং এখন তিনি ইউনিফর্ম পরিধান করেছেন, তিনি অন্যায়কারীদের কঠোরভাবে দমন করবেন," ৷
কথিত আছে, রাজা ভদ্রসেন এই মন্দির নির্মাণ করেছিলেন । প্রাচীন স্কন্দ পুরাণে এই কাল ভৈরবের পুজোর কথা রয়েছে। কথিত আছে, পুরনো একটি মন্দিরের উপর বর্তমান মন্দিরটি নিরেমাণ করা হয়েছে। বিশ্বাস, এই নতুন মন্দিরটি ৯ থেকে ১৩ শতকের মধ্যেই তৈরি হয়েছে। বলা হয়, তন্ত্র সাধকরা এই মন্দিরে মদ, মাংস, মাছ দিয়ে পুজো করতেন। এখনও দেবতাকে মদ নিবেদন করা হয়। দেবতাকে পুজোয় হুইস্কি, রাম বা ওয়াইন নিবেদন করা হয়। তা সোমবারও নিবেদন করা হয়।