Chittranjan National Cancer Institute: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BCIL) স্টাফ নার্সের ৬৫টি পদের জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রাকাশ করেছে। বাছাই প্রার্থীদের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) কলকাতায় নিয়োগ করা হবে। মনে রাখবেন, চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। সেই ক্ষেত্রে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল Broadcast Engineering Consultants India Limited (BECIL) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
Jobs In Kolkata: স্টাফ নার্স – ৬৫জন
স্টাফ নার্সদের কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (সিএনসিআই) অফিসে নিয়োগ করা হবে।
Jobs In West Bengal: শিক্ষাগত যোগ্যতা:
চাকরিপ্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে BSc./MSc নার্সিং উত্তীর্ণ হতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে জিএনএম উত্তীর্ণরা অগ্রাধিকার পাবে। ফ্রেশাররাও এখানে আবেদন করতে পারেন।
Jobs In Kolkata:বেতন কাঠামো:
মাসিক বেতন হবে ৩০,০০০
আবেদন ফি:
সাধারণ ৮৮৫ টাকা
ওবিসি ৮৮৫ টাকা
SC/ST - ৫৩১ টাকা
প্রাক্তন সৈনিক – ৮৮৫- টাকা
মহিলা - ৮৮৫ টাকা
EWS/PH – ৫৩১ টাকা
Chittranjan National Cancer Institute: নির্বাচন প্রক্রিয়া
BECIL ও CNCI নীতি অনুযায়ী প্রার্থীদের নির্বাচন হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞাপন পড়ে নিতে হবে।
Jobs In Kolkata: কীভাবে আবেদন করতে হবে ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র Broadcast Engineering Consultants India Limited (BECIL)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন - https://www.becil.com
অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। এই পর্যায়ে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর কাছে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে। কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
Jobs In West Bengal: গুরুত্বপূর্ণ তারিখগুলি
অনলাইন আবেদনপত্রের শুরুর তারিখ – 18-04-2023
অনলাইন আবেদনের শেষ তারিখ: 08-05-2023
Broadcast Engineering Consultants India Limited (BECIL)-এর অফিসিয়াল ওয়েবসাইট - www.becil.com
চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট - www.cnci.ac.in
Jobs In West Bengal: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিছু বিধিবদ্ধ পদ সহ প্রশাসনিক, অশিক্ষক, লাইব্রেরি ক্যাডার পদের জন্য অনলাইন আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে চাকরিপ্রার্থীদের। সব মিলিয়ে মোট ৭০৭টি পদে অস্থায়ীভাবে পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে পদ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI