কলকাতা: করোনা পরবর্তী সময়ে ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডের পরীক্ষা (ISC, ICSE Exam Date 2023)। বছরে একবারই আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। জোড়া পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল বোর্ড। আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই পরীক্ষা। পরীক্ষা চলবে ২৯ মার্চ পর্যন্ত। আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ৩১ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধেয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল আইসিএসই বোর্ড (CICSE Board)।
আইসিএসই এবং আইএসসি, জোড়া পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল বোর্ড
বৃহস্পতিবার সন্ধের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার নির্ঘণ্ট দিয়েছে বোর্ড। ২০২৩ সালের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পরীক্ষার সঙ্গে সাযুজ্য রেখেই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে হচ্ছে পরীক্ষা। সকাল ১১টা থেকে শুরু হবে পরীক্ষা।
করোনা কালে ২০২১ সালে পরীক্ষাই নেওয়া হয়নি। নম্বরের ভিত্তিতে মার্কশিট তৈরি করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। ২০২২ সালে দুই সেমেস্টারে পরীক্ষা নেওয়া হয়। এ বার ২০২৩ সালের জন্য ফের পুরনো নিয়মে পরীক্ষা ফিরল। অর্থাৎ বছরে একটাই পরীক্ষা হবে। এ দিন তারই নির্ঘণ্ট প্রকাশ করা হল। ২০২১-এর আগে যে ভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই নিয়মেই হবে ২০২৩-এর পরীক্ষা।
আইসিএসই পরীক্ষার সময়সূচি জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://cisce.org//UploadedFiles/PDF/FINAL_TIMETABLE_ICSE2023.pdf?utm_source=careers360
আইএসসি পরীক্ষার সময়সূচি জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://cisce.org//UploadedFiles/PDF/Timetable%20Instructions%20-%20ISC%20Year%202023%20Examination.pdf?utm_source=careers360
এ দিন বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি ইংরেজি ভাষা দিয়ে শুরু হচ্ছে আইসিএসই পরীক্ষা। পরীক্ষা শেষ হবে জীববিদ্যা দিয়ে, ২৯ মার্চ। আইএসসি পরীক্ষা শুরু হচ্ছে ইংরেজি দিয়ে, ১৩ ফেব্রুয়ারি। ৩১ মার্চ পরিবেশ বিজ্ঞান দিয়ে পরীক্ষা শেষ হবে। মোট তিন ঘণ্টার পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ ১৫ মিনিট।
করোনা পরবর্তী সময়ে ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডের পরীক্ষা
পরীক্ষার যে বিধিনিয়ম তুলে ধরেছে বোর্ড, তা হল- পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসে যেতে হবে পরীক্ষার্থীকে। দেরিতে পৌঁছলে, তার উপযুক্ত কারণ জানাতে হবে। কারণ উপযুক্ত মনে না হলে, আধ ঘণ্টার বেশি দেরিতে পৌঁছলে, প্রশ্নপত্র দেওয়া হবে না পরীক্ষার্থীকে।
Education Loan Information:
Calculate Education Loan EMI