কলকাতা: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভায় ১৫ হাজার শীতবস্ত্র বিলির কর্মসূচিতে মঞ্চে শীতবস্ত্র না থাকায় ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা শাসক ও বিডিওকে তীব্র ভর্ত্‍‍সনা করেন তিনি। দীর্ঘক্ষণ মঞ্চে বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট কুড়ি পর শীতবস্ত্র এলে শুরু হয় কর্মসূচি। এই ঘটনা নিয়েই এবার সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 


এদিন ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রীর সভা থেকে শীতবস্ত্র বিতরণের কোনও পরিকল্পনাই ছিল না। মুখ্যমন্ত্রী আচমকা সিদ্ধান্ত বদল করায়, তার বলি হতে হয়েছে ডিএম, বিডিওকে। মঞ্চে উনি নাটক করেছেন পঞ্চায়েত ভোটের আগে নিজের গরিব দরদী ভাবমূর্তি তৈরির জন্য’, ট্যুইট শুভেন্দু অধিকারীর।                                             


রাজ্যের বিরোধী দলনেতা এও বলেন, ‘বিডিওকে দেওয়া সরকারি নির্দেশে অন্য ছবি। ২৮ নভেম্বরের মধ্যে গুদাম থেকে তুলতে হবে শীতবস্ত্র। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তা দুঃস্থদের মধ্যে বিতরণ করতে হবে’, সরকারি নির্দেশের প্রতিলিপি তুলে ধরে ট্যুইট বিরোধী দলনেতার।                  






কী হয়েছিল সেদিন? 
 


উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সরকারি অনুষ্ঠানে বেনজির ঘটনা। সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে শীতবস্ত্র বিলির কর্মসূচি। কিন্তু, মঞ্চে নেই শীতবস্ত্র। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও বিডিওকে তীব্র ভর্ত্‍‍সনাও করেন। এরপর মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘাড়ে। আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে, গালাগালি খাই আমি। অথচ আমি জানিই না। আমার কোনও দোষ নেই।" 


এদিকে, শুভেন্দু অধিকারীকে আলিপুর আদালতে হাজিরার নির্দেশ। ১৯ ডিসেম্বর আলিপুর আদালতে সশরীরে হাজিরার নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার করা মানহানি মামলায় হাজিরার নির্দেশ। অভিষেকের বাবার সংস্থার সম্পত্তি নিয়ে মন্তব্য করেন শুভেন্দু । সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মানহানির মামলা দায়ের হয়।