Health Jobs In West Bengal: রাজ্যের এই জেলায় স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সঙ্গে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ছাড়াও অন্যান্য পদে রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ| আগ্রহী চাকরিপ্রার্থীরা এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগণার অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন। চিফ মেডিক্যাল অফিসার (CMOH)-এর মাধ্যমেই হচ্ছে এই নিয়োগ।
Jobs In Bengal: আবেদনের শেষ তারিখ
এই পদে নিয়োগের ক্ষেত্রে ২টি গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই নিয়োগ। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চাকরিপ্রার্থীদের এই পুরো আবেদনের ক্ষেত্রে অনলাইনের নিয়োগ পদ্ধতি মানতে হবে।
CMOH Vacancy Details
Name of the Post No of Vacancy
Full Time Medical Officer (NUHM) 04
Community Health Assistant (NUHM) 360
Staff Nurse (NUHM) 174
Medical Officer 74
Staff Nurse (UHWC) 74
Staff Nurse (Polyclinic) 14
Community Health Assistant (Urban) 74
Block Epidemiologist 02
Block Public Health Manager 02
Block Data Manager 02
Total 780 Posts
শিক্ষাগত যোগ্যতা: এই পুরো নিয়োগ পদগুলির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিযাল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সেখানেই আপনাকে কৌতূহলের অবসান সম্ভব।
আবেদনের ক্ষেত্রে বয়স কত চেয়েছে নিয়োগকারী সংস্থা
Name of the Post Age Limit
Full-Time Medical Officer (NUHM) 62 Years
Community Health Assistant (NUHM) 21 to 40 Years
Staff Nurse (NUHM) 40 Years
Medical Officer 62 Years
Staff Nurse (UHWC) 40 Years
Staff Nurse (Polyclinic)
Community Health Assistant (Urban) 21 – 40 Years
Block Epidemiologist
Block Public Health Manager
Block Data Manager
মনে রাখবেন এই পদগুলিতে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। আবেদনকারীদের Debit Card, Credit Card অথবা Net Banking-এর মাধ্যমে আবেদনের ফি জমা দিতে হবে। সাধারণ শ্রেণির জন্য ১০০ টাকা আবেদনের ফি রাখা হয়েছে। সেখানে সংরক্ষিত SC/ST/OBC-A & OBC-B শ্রেণির জন্য প্রার্থীকে ৫০ টাকা ফি দিতে হবে। আপনার পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের ভিত্তিতে হবে এই নিয়োগ।
Education Loan Information:
Calculate Education Loan EMI