কলকাতা: শিক্ষাব্যবস্থায় নতুনত্ব। করোনাভাইরাসের প্রকোপের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখনও যা খোলেনি। কিন্তু এরমধ্যেই নতুন নির্দেশিকা জারি করা হল। 


নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে ভর্তিতে আর নেওয়া হবে না কোনও প্রবেশিকা পরীক্ষা। এর আগে কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় বসতে হত শিক্ষার্থীদের। সেই পরীক্ষায় নম্বরের ভিত্তিতেই কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে পড়ার সুযোগ মিলত। কিন্তু এবার থেকে আর তেমনটা হবে না।  


ভর্তির জন্য এখন থেকে আর নেওয়া যাবে না কোনও আবেদন ফি। আগে নির্দিষ্ট ফি জমা করতে হত ছাত্রছাত্রীদের। কিন্তু এখন থেকে আর সেরকম কোনও ফি দিতে হচ্ছে না।


এদিকে আগামী মাস থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন বছরে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ২ অগাস্ট। স্নাতকে ভর্তির প্রক্রিয়া শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর। সূত্রের খবর, বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্নাতক স্তরে ভর্তি করানোর সওয়াল করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু প্রেসিডেন্সি সহ আরও কিছু বিশ্ব- বিদ্যালয় সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইচ্ছেপ্রকাশ করেছে। 


এছাড়াও আগামী ১ অক্টোবর থেকে সব কলেজে শুরু করতে হবে ক্লাস। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই প্রক্রিয়া মোটামুটি গোটা মাস ধরেই চলা কথা। তবে ক্লাস অনলাইন হবে নাকি অফলাইন হবে তা নির্ভর করছে তৎকালীন পরিস্থিতির ওপর। 


বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকের পরই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তথা বারাসাত রাষ্ট্রীয় বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য মহুয়া দাস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন প্রকল্প স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য এরমধ্যেই মোট ১৯ হাজার আবেদন জমা পড়েছে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI