কলকাতা : CTET- কবে হবে তা তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন। প্রস্তুতিও নিশ্চয়ই চলছে জোরকদমে। পরীক্ষা নিয়ে কিছু তথ্য একনজরে দেখে নিতে পারেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, CTET -এর সব প্রশ্নই হবে মাল্টিপল চয়েস (MCQs) ধরনের। প্রতি প্রশ্নে থাকবে চারটি বিকল্প। বেছে নিতে হবে একটি। CTET-এ প্রতিটি প্রশ্নের প্রশ্নমান হবে এক। এবং কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। দুটি পত্রে হবে TET। 

A. প্রথম পত্র তাঁদের জন্য যাঁরা, ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্কুলের পড়ুয়াদের পড়ানোর ইচ্ছে নিয়ে পরীক্ষা দেবেন। 
B. ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়ুয়াদের পড়ানোর ইচ্ছে নিয়ে যাঁরা পরীক্ষা দেবেন তাঁদের জন্য দ্বিতীয় পত্র। 

তবে এটাও জেনে রাখা দরকার, দুটি স্তরেই অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফাইভ এবং ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়ানোর ইচ্ছে নিয়ে যাঁরা পরীক্ষা দেবেন তাঁদের দুটি পত্রের পরীক্ষাতেই (Paper I ও Paper II)বসতে হবে। 

 প্রথম পত্রের (ক্লাস ওয়ান থেকে ফাইভ), প্রাইমারি স্তর। পরীক্ষা চলবে আড়াই ঘণ্টা। দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। প্রথম পত্রের পরীক্ষা হবে দুপুর দুটো থেকে। চলবে সাড়ে ৪টে পর্যন্ত। 

চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগি (বাধ্যতামূলক) ৩০টি MCQ পূর্ণমান - ৩০ নম্বর
ভাষা ১ (বাধ্যতামূলক) ৩০টি MCQ পূর্ণমান - ৩০ নম্বর
ভাষা ২ (বাধ্যতামূলক) ৩০টি MCQ পূর্ণমান - ৩০ নম্বর
গণিত ৩০টি MCQ পূর্ণমান - ৩০ নম্বর
পরিবেশ বিজ্ঞান ৩০টি MCQ পূর্ণমান - ৩০ নম্বর
সর্বমোট ১৫০ টি MCQ .মোট নম্বর - ১৫০

আরও পড়ুন : সেন্ট্রাল টেট দিতে চাইছেন ? কীভাবে করবেন আবেদন, কবে পরীক্ষা

দ্বিতীয় পত্র (ক্লাস সিক্স থেকে এইট), এলিমেন্টারি স্তর । পরীক্ষা হবে আড়াই ঘণ্টা।

চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগি (বাধ্যতামূলক) ৩০টি MCQ পূর্ণমান - ৩০ নম্বর
ভাষা ১ (বাধ্যতামূলক) ৩০টি MCQ পূর্ণমান - ৩০ নম্বর
ভাষা ২ (বাধ্যতামূলক) ৩০টি MCQ পূর্ণমান - ৩০ নম্বর
গণিত ও বিজ্ঞান (গণিত ও বিজ্ঞান শিক্ষকের জন্য) ৬০টি MCQ পূর্ণমান - ৬০ নম্বর
অথবা সোশাল স্টাডিজ/সোশাল সায়েন্স (সোশাল স্টাডিজ/সোশাল সায়েন্স শিক্ষকের জন্য) ৬০টি MCQ পূর্ণমান - ৬০ নম্বর
সর্বমোট ১৫০টি MCQ সর্বমোট ১৫০ নম্বর


হিন্দি অথবা ইংরেজিতে হবে CTET-এর মূল প্রশ্নপত্র। CTET উত্তীর্ণ হবেন যাঁরা, প্রদত্ত সার্টিফিকেট তাঁদের নিয়োগের জন্য আজীবন বৈধ থাকবে। যে কেউ CTET যতবার ইচ্ছে দিতে পারেন। যদি কেউ একবার CTET উত্তীর্ণ হয়েও থাকেন, চাইলে আবার পরীক্ষায় বসতে পারবেন, নিজের স্কোর আরও বাড়ানোর জন্য।


Education Loan Information:

Calculate Education Loan EMI